“মাস্টারস্ট্রোক” এসসি ইস্টবেঙ্গলের “হেডস্যার” হোসে মানুয়েল দিয়াজের

Sports desk: বৃ্হস্পতিবার চলতি আইএসএলের লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ শক্তিশালী হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে। মানালো মার্কেজের ছেলেরা দুরন্ত ফর্মে রয়েছে, লিগ টেবিলে এখন সাপ লুডোর…

East Bengal Club

Sports desk: বৃ্হস্পতিবার চলতি আইএসএলের লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ শক্তিশালী হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে। মানালো মার্কেজের ছেলেরা দুরন্ত ফর্মে রয়েছে, লিগ টেবিলে এখন সাপ লুডোর লড়াই। প্রতি ম্যাচেই রঙবদল,কোনও টিমেরই বিশেষত লিগ টেবিলে প্রথম পাঁচ দলের ওঠানামা এখন টানাটান উত্তেজনায় ভরপুর। সুপার ডুপার হিট ইন্ডিয়ান সুপার লিগ(ISL)।

টানা সাত ম্যাচে জয়ের মুখ দেখেনি হোসে মানুয়েল দিয়াজের এসসি ইস্টবেঙ্গল। অষ্টম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে লাল হলুদ শিবির জুড়ে এবার কি হবে,এমনই ঘুমোট অস্বস্তিকর পরিবেশ-পরিস্থিতি।

অষ্টম ম্যাচে ঘড়ির কাটা সময় মতো মেলাতে পারবে?তিন পয়েন্ট কি আসবে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে? কপাল চাপড়াচ্ছে এতসত চিন্তা করে লাল হলুদ সমর্থকরা।

অন্যদিকে, স্প্যানিশ কোচ হোসে মানুয়েল দিয়াজ বোমা ফাটিয়েই চলেছেন খেলোয়াড় এবং ক্লাবের পরিবেশ নিয়ে মুখ খুলে,ঠাণ্ডা মাথায়, রীতিমতো অঙ্ক কষে।দলের ফুটবলারদের মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় নিজের অসন্তুষ্টির সঙ্গে গত বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্লাবের পরিবেশ নিয়েও তোপ দাগেন এসসি ইস্টবেঙ্গল কোচ।

কেন এই তোপ ধ্বনি? কেন এমন টাইমিং? পরিবেশ আর খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে নিজের মুখে প্রশ্ন তুলে লাল হলুদ টিমের হেডস্যার হোসে মানুয়েল দিয়াজের এটা কৌশলী পদক্ষেপ। টিম ম্যানেজমেন্ট, ক্লাব অফিসিয়াল এবং বিনিয়োগকারি শ্রী সিমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষির খেলা।

নিজে থেকে কোচিং পদ না ছেড়ে, বল অন্যের কোর্টে পাঠিয়ে পর্যাপ্ত ক্ষতিপূরণ আদায়ের পথ মসৃণ করে তোলা। নিজে থেকে দিয়াজ এসসি ইস্টবেঙ্গলের হেডকোচিং পদ ছাড়লে ক্ষতিপূরণের ইস্যু আসবে না। তাই খেলোয়াড় এবং ক্লাব পরিবেশকে টার্গেট করে বিরুদ্ধ বয়ান লাগাতার, হোসে মানুয়েল দিয়াজের।

দেওয়াল লিখন স্পষ্ট পড়তে পেঁড়েছেন অভিঞ্জ স্প্যানিশ কোচ দিয়াজ। অভিঞ্জতা শুধু খেলার নয়,সঙ্গে দর কষাকষি’রও, আগামী দিনে নিজের বাজার দর বজায় রাখার তাগিদেই এমন “মাস্টারস্ট্রোক” খেলেছেন এসসি ইস্টবেঙ্গল টিমের “হেডস্যার” হোসে মানুয়েল দিয়াজ।