Nawsad Siddiqui: জয়নগরের বাম সমর্থকদের ঘরে ফেরাতে নওশাদ সিদ্দিকীকে পুলিশের বাধা

জয়নগরের বামনগাছিতে তৃণমূল নেতাকে গুলি করে খুনের জেরে সোমবার থেকে দফায় দফায় অগ্নিগর্ভ দক্ষিণ ২৪ পরগনা। তৃণমূলের হামলায় জয়নগরের বিভিন্ন গ্রামের বাম সমর্থকদের বাড়ি পুড়েছে।…

জয়নগরের বামনগাছিতে তৃণমূল নেতাকে গুলি করে খুনের জেরে সোমবার থেকে দফায় দফায় অগ্নিগর্ভ দক্ষিণ ২৪ পরগনা। তৃণমূলের হামলায় জয়নগরের বিভিন্ন গ্রামের বাম সমর্থকদের বাড়ি পুড়েছে। তবে সিপিআইএমের দাবি,গোষ্ঠীবাজিতে খুন করা হয় ওই তৃণমূল নেতাকে। খুনের রেশ ধরে গত পঞ্চায়েত ভোটে যে সব গ্রামে তৃ়ণমূল ধাক্কা খেয়েছিল সেখানে হামলা করা হয়েছে। মঙ্গলবার ঘরছাড়া বাম সমর্থকদের ফেরাতে গিয়ে পুলিশের কাছে বাধা পান বাম নেতা সুজন চক্রবর্তী ও কান্তি গাঙ্গুলি। প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি চোট পান। এর জেরে আরও সরগরম জেলার পরিস্থিতি।

রাতে উত্তেজনা আরও বাড়ল। বাম সমর্থক ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে গিয়ে জেলার গোচরণে বাধা পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জেলার ভাঙড়ের বিধায়ক পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর সাথে পুলিশের বাদানুবাদ হয়।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে নওশাদ জানিয়েছেন, ” আইন শৃঙ্খলা নেই। আগেরবার যেমন বগটুইতে হত্যালীলা চালানোর চেষ্টা করেছিল, ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে দেয়নি। আজ যখন আমি ঢুকতে চাইছি আমায় আটকানো হচ্ছে। এই যে নোংরামি চলছে। আজ জাতীয় শিশু দিবস এই দিনে আমরা বিশেষভাবে অঙ্গীকারবদ্ধ হই।”

তিনি বলেন, “যাদের বাড়িতে খুন হয়েছে এবং যাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে তারা প্রত্যেকেই আতঙ্কিত। তাদের বাড়ির শিশুরাও ভয়ে কাঁপছে। তাদের আতঙ্ক মুক্ত করা আমাদের লক্ষ্য হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য যারা বাড়ি ছাড়া তাদের পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থাটুকু নেই খাবার তো দূরের কথা। সেই শিশুদের কি হচ্ছে তারা এক বার ভাবছে না”।