Purba Medinipur: নন্দীগ্রামে হুড়মুড়িয়ে তৃণমূলের ভাঙন, প্রার্থী একাধিক নেতা

নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বিরাট ফাটল। পঞ্চায়েত ভোট ঘোষণার পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র শিরোনামে। এখানে তৃ়ণমূল কংগ্রেসের একাধিক নেতা পৃথক মঞ্চ গড়ে…

TMC

নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বিরাট ফাটল। পঞ্চায়েত ভোট ঘোষণার পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র শিরোনামে। এখানে তৃ়ণমূল কংগ্রেসের একাধিক নেতা পৃথক মঞ্চ গড়ে দলের বিরুদ্ধেই প্রার্থী হতে মরিয়া। পূর্ব মেদিনীপুর জেলা টিএমসিতে প্রবল চাঞ্চল্য।

আঞ্চলিক উন্নয়ন পরিষদ নামে মঞ্চ গঠন করে বিক্ষুব্ধ টিএমসি নেতারা আলাদা মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে। কমপক্ষে ১৭টি পঞ্চায়েতে তৃণমূলের ভাঙন স্পষ্ট।

   

Advertisements

জেলা তৃণমূল নেতৃত্বের অনেকেই বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচি কাজে আসেনি। নিচু তলায় সংযোগ পুরো বিচ্ছিন্ন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News