বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। দলে দলে বিজেপি নেতারা গণ ইস্তফা (Mass resignation) দিচ্ছেন। হুড়মুড়িয়ে ভাঙছে বিজেপি।
সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি আনা হয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ নেতাকে। তাতে রাগে ফুঁসছেন দু’শোর অধিক বিজেপি কর্মী। ঘটনার জেরে জেলা নেতৃত্ব এবং রাজ্য সভাপতিকে গণইস্তফা দিয়েছেন বিজেপি কর্মীরা৷
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির পাঁচটি মণ্ডল কমিটি রয়েছে। এর মধ্যে নন্দীগ্রাম ১ নম্বর মণ্ডলের সভাপতি জয়দেব মণ্ডলকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে শ্যামাপ্রসাদ মাইতিকে৷ তিনি বিরোধী দলনেতা শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ সেই ঘটনায় ক্ষোভে ফু্ঁসছেন সোনাচূড়া, কালীচরণপুর এবং গোপালনগর এলাকার বিজেপি কর্মীরা৷
এবিষয়ে জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দিয়েছেন বিজেপি নেতারা। সেই দু’শো বেশি নেতাদের মধ্যে রয়েছেন মণ্ডল কমিটির দুই সাধারণ সম্পাদক।
যদিও শুরু থেকেই রাজ্য কমিটি গঠনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে দ্বন্দ্ব শুরু হয়েছিল৷ বিভিন্ন জেলায় কমিটি গঠনকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিজেপি বিধায়কদের৷ এবার খোদ বিরোধী দলনেতার গড়ে ধস নামায় চিন্তিত রাজ্য বিজেপি৷
এদিকে অর্জুন সিং দলত্যাগ করায় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি নিশ্চিহ্ন হতে চলেছে। ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং দলত্যাগ করবেন বলেই খবর। তিনিও পিতার মতো ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন।