Nadia: প্রকাশ্যে মহিলাকে গুলি করে খুন, নবদ্বীপে আতঙ্ক

সাত সকালে নদিয়ায় (Nadia) গুলিবিদ্ধ হলেন এক মহিলা। নবদ্বীপ বাস স্ট্যান্ডের কাছে খুন করা হলো তাঁকে। মৃত মহিলার নাম রানু বৈরাগ্য। তিনি  নবদ্বীপের১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাগানের বাসিন্দা।

Advertisements

বছর পঁয়তাল্লিশের ওই মহিলাকে কেন খুন করা হলো তা নিয়ে তদন্ত করছে পুলিশ। মহিলার কানের পাশে গুলি লাগে। তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। 

জানা গিয়েছে, মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন রানু বৈরাগ্য। নবদ্বীপ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই দুষ্কৃতিরা একেবারে তাঁর কানের পাশে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই মহিলা। আর যারা মর্নিং ওয়াক করছিলেন তারা ভয়ে স্থবির হয়ে যান। রক্তাক্ত রানু বৈরাগ্য কে দেখে আরও আতঙ্ক ছড়ায়।

Advertisements

আড়াই বছর আগে ওই মহিলার স্বামী মারা যায়। তাঁর দুই সন্তান রয়েছে। পারিবারিক শত্রুতার জের এই খুন কিনা তা নিয়ে তদন্ত করছে নবদ্বীপ থানার পুলিশ। 

গুরুত্বপূর্ণ নবদ্বীপ বাস স্ট্যান্ডে সিসিটিভি থাকার কথা। সেই সিসিটিভি ফুটেজ দেখলে হামলাকারীদের চিহ্নিত করা যাবে বলে জানাচ্ছেন এলাকাবাসী।