HomeWest BengalNadia: সিবিআই নজরে থাকা বিধায়ক তাপসের এলাকায় হারল তৃণমূল, তেহট্টে বাম উল্লাস

Nadia: সিবিআই নজরে থাকা বিধায়ক তাপসের এলাকায় হারল তৃণমূল, তেহট্টে বাম উল্লাস

- Advertisement -

তেহট্টের সমবায় সমিতির ভোটে অর্ধেকের বেশি আসনে হার তৃণমূলের। জয়ী সিপিআইএম।

দুর্নীতির মামলায় তেহট্টের TMC বিধায়ক তাপস সাহা সিবিআই নজরে। একপ্রস্থ তল্লাশি তার বাড়িতে হয়ে গেছে। তবে বিধায়ককে ফের জেরা করবে সিবিআই। এমনই পরিস্থিতির মাঝে তেহট্ট থেকে পরাজয় সংবাদ পেল তৃণমূল। স্থানীয় সমবায় সমিতির ভোটে অর্ধেকেরও কম আসন পেয়েছে শাসক দল। সমিতির দখল নিল সিপিআইএম।

   

নদিয়া জেলা সিপিআইএম সূত্রে খবর, তেহট্ট দক্ষিণ ধোপট্ট সমবায় সমিতির নির্বাচনে মোট আসন ৬৯টি আসনের মধ্যে বাম অনুকূলে গেছে ৫২টি। আর তৃণমূল পেয়েছে ১৭টি। অর্ধেক আসনের ধারে কাছে পৌঁছতে পারেনি শাসকদল।

জেলায় জেলায় সমবায় কৃষি সমিতির ভোটে বাম শিবিরের জয় হচ্ছে। বিভিন্ন জেলায় চলছে তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পর্ব। পঞ্চায়েত ভোটের আগে শাসক দল ছেড়ে বাম শিবিরে যোগদান চলছে। তাৎপর্যপূর্ণ, রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি। তবে গ্রামাঞ্চলে তৃণমূল ত্যাগ করে বেশিরভাগ দলত্যাগীরা বিজেপিতে নয় বরং সিপিআইএমে যোগ দিচ্ছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular