Nadia: নিয়োগ দুর্নীতির তদন্তে BJP বিধায়কের অফিসে ঢুকল সিবিআই

সিবিআই দল বিজেপি বিধায়কের অফিসে। রাজ্যে এই প্রথম নিয়োগ দুর্নীতির তদন্তে কোনও বিজেপি নেতা সিবিআই নজরে। জানা যাচ্ছে নদিয়ায় চলেছে অভিযান। রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক…

সিবিআই দল বিজেপি বিধায়কের অফিসে। রাজ্যে এই প্রথম নিয়োগ দুর্নীতির তদন্তে কোনও বিজেপি নেতা সিবিআই নজরে। জানা যাচ্ছে নদিয়ায় চলেছে অভিযান। রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের অফিসে ঢুকেছে সিবিআই দল। পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতেও সিবিআই অ়ভিযান।  ডায়মন্ডহারবার ও উলুবেড়িয়াতে তৃণমূলের পুর প্রতিনিধিরা সিবিআই নজরে

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রবিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কলকাতার বাড়িতে সিবিআই তল্লাশি চলে। একইসাথে প্রাক্তন মন্ত্রী ও বর্তমান তৃণমূল বিধায়ক মদন মিত্রের কলকাতা ও কামারহাটির ঘরে চলেছিল তল্লাশি। সোমবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের অফিসে গিয়েছে সিবিআই।

শাসক তৃণমূল ছেড়ে বিরোধী দল বিজেপির দিকে সিবিআই নজর ঘোরানো নিয়ে রাজনৈতিক মহল গরম। যদিও রাজ্যের সিআইডি অভিযান হয়েছিল বাঁকুডা বিজেপি বিধায়কের ঘরে।

 

পুরসভা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সব থেকে গুরুত্বপূর্ণ হল রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের অফিসে সিবিআই হানা। এই মুহূর্তে তিনি বিজেপির বিধায়ক হলেও, তার আগে তিনি রানাঘাট পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

২০২১ সালের জানুয়ারি মাসে তাকে ওই জেলায় সভাপতির পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। তারপরই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। একুশের নির্বাচনে বিজেপির টিকিটে লড়ে তিনি জয়ী হন। কিন্তু রানাঘাট পৌরসভায় তার সময়েই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই কারণেই তার কার্যালয়ে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।

এদিকে, ডায়মন্ডহারবার পৌরসভার দুবারের চেয়ারম্যান, বর্তমান কাউন্সিলর মীরা হালদারের বাড়িতেও তল্লাশি চলছে। মূলত ১৬ জনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন ওঠে। সে বিষয়েই এই তল্লাশি, পাশাপাশি কাউন্সিলরের সঙ্গেও কথা বলছেন আধিকারিকরা।

আবার, উলুবেড়িয়ার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। চার জন আধিকারিক, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ২০১৮-২০২১ সাল পর্যন্ত অর্জুন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তার মেয়াদেও নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে।

সর্বশেষ খবর অনুযায়ী, রানাঘাট পৌরসভা সিল করল সিবিআই। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পৌরসভায় সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। এই মামলার কিংপিন অয়ন শীলের সংস্থার মাধ্যমেই এই নিয়োগ হয় বসে সিবিআই। তল্লাশি চলাকালীন ঘণ্টা খানেকের মধ্যেই বিধায়কের অফিস সিল করে দেন আধিকারিকরা।