Santosh Trophy: সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জনের ম্যাচে জয় বাংলার

সন্তোষ ট্রফির (Santosh Trophy) প্রথম ম্যাচেই আসল সাফল্য। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ওডিশার বিপক্ষে খেলতে নেমেছিল রঞ্জন…

santosh trophy bengal

সন্তোষ ট্রফির (Santosh Trophy) প্রথম ম্যাচেই আসল সাফল্য। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ওডিশার বিপক্ষে খেলতে নেমেছিল রঞ্জন চৌধুরীর বাংলা দল। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় শঙ্কর ব্রিগেড।

দলের হয়ে দুইটি গোল করেন যথাক্রমে বিজয় মূর্মু ও জিতেন মুর্মু। আজকের এই জয়ের ফলে অনেকটাই বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল বাংলা দল। যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে দলের ফুটবলারদের।

উল্লেখ্য, আজ নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন তরুণ তারকা বিজয় মুর্মু। সেই ম্যাচেই পেয়েছেন গোল। প্রথমার্ধের শেষে তার করা গোলেই এগিয়ে যায় বাংলা ফুটবল দল। তবে দুই পক্ষের তরফ থেকে একাধিকবার গোলের সুযোগ তৈরি করা হলেও তা কাজে সম্ভব হয়নি কারুর পক্ষে। এমনকি ওডিশা দলের তরফ থেকে সহজ সুযোগ তৈরি করা হলেও তা ফিনিশ করতে ব্যর্থ থাকে দলের ফুটবলাররা। অগত্যা ১-০ গোলে এগিয়ে থাকে বাংলা দল।

তবে দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিজেদের দ্বিতীয় গোল তুলে নেয় রঞ্জন চৌধুরী দল। পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান ময়দানের দাপুটে তারকা জিতেন মুর্মু। ফলাফল গিয়ে দাঁড়ায় ২-০ গোল। তবে নিজের প্রথম ম্যাচ একেবারেই সুখকর থাকেনি বিজয় মুর্মুর। লাল কার্ড দেখে ম্যাচের বাইরে চলে যেতে হয় এই তরুণ তারকাকে। যারফলে, দ্বিতীয় ম্যাচে থাকতে পারবেন না এই তারকা।