Nadia: বাংলাদেশে গোরু পাচার চলছিল, বিএসএফের দিকে পরপর বোমা চার্জ

আসন্ন কোরবানির ঈদের আগে ফের বাংলাদেশ গোরু পাচার করতে মরিয়া পাচারকারীরা। যদিও রাজ্যে গোরু পাচারের তদন্তে খোদ (BSF) বিএফএস অফিসার ও তৃ়নমূল কংগ্রেস নেতা অনুব্রত…

jammu-and-kashmir-bsf-shot-dead-pakistani-intruder-another-arrested-in-separate-incidents-along LOC

short-samachar

আসন্ন কোরবানির ঈদের আগে ফের বাংলাদেশ গোরু পাচার করতে মরিয়া পাচারকারীরা। যদিও রাজ্যে গোরু পাচারের তদন্তে খোদ (BSF) বিএফএস অফিসার ও তৃ়নমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল জেলে বন্দি। তবে পাচারকারীরা বসে নেই। বাংলাদেশে গোরু পাচারের আগে (Nadia) নদীয়ায় বিএসএফের সাথে পাচারকারীদের সংঘর্ষ হয়েছে।

   

উত্তপ্ত ধানতলা। অভিযোগ, বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে পরপর বোমা হামলা করে গোরু পাচারকারীরা। ইছামতি বর্ডার আউটপোস্টের কাছে রাতের অন্ধকারে হয় সংঘর্ষ। গুলি চালায় বিএসএফ।

বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে একদল গোরু পাচারকারীরা গোরু নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানরা বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই আচমকা পাচারকারীরা বোমা হামলা করে। একজনকে ধরা পড়েছে। অন্তত ৫-৬ জন আহত হয়েছেন।

মাস খানেক আগে ধানতলা এলাকায় গোরু পাচারকারীদের আটকাতে গুলি চালাতে হয়েছিল বিএসএফকে।