Sunday, December 7, 2025
HomeWest BengalSourav Ganguly Security : মহারাজের জন্য মমতা দিলেন জেড ক্যাটাগরি নিরাপত্তা

Sourav Ganguly Security : মহারাজের জন্য মমতা দিলেন জেড ক্যাটাগরি নিরাপত্তা

- Advertisement -

মহারাজের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হল। ওয়াই ক্যাটাগরি থেকে বেড়ে এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন আধিনায়ক এতদিন পেতেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা।

এর জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির বাইরে কলকাতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ৩ জন ও স্থানীও থানার ৩ জন, অর্থাৎ মোট ৬ জন পুলিশকর্মী থাকতেন। এবার থেকে ৬ থেকে বেড়ে ৮ বা ১০ জন থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা দায়িত্ত্বে।

   

মঙ্গলবার বিশেষ এক বৈঠকের পর সৌরভের নিরাপত্তায় ছাড়পত্র দিয়েছে নবান্ন ও লালবাজার।

হথাৎ কেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানো হল? জানা যাচ্ছে, এটা রুটিন প্রোটোকলের মধ্যে পড়ে। নিয়োম অনুযায়ী সৌরভের ওয়াই ক্যাটাগরির মেয়াদও শেষ হচ্ছে এবং সেটা মাথায় রেখেই বৈঠকের আয়োজন করা হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular