Siliguri: এসেছেন রাহুল, শিলিগুড়িতে কংগ্রেস সুনামি!

ন্যায় যাত্রায় ‘উত্তরবঙ্গের রাজধানী’তে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সফর। পড়শি জেলা জলপাইগুড়িতে তাঁর সফর ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছিল। কংগ্রেসের পোস্টার ছেঁড়ায় অভিযুক্ত তৃণমূল।…

ন্যায় যাত্রায় ‘উত্তরবঙ্গের রাজধানী’তে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সফর। পড়শি জেলা জলপাইগুড়িতে তাঁর সফর ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছিল। কংগ্রেসের পোস্টার ছেঁড়ায় অভিযুক্ত তৃণমূল। তবে দার্জিলিং জেলার শিলিগুড়িতেও(Siliguri) রাহুলের সফর ঘিরে রাজনৈতিক হাওয়া গরম।

জলপাইগুড়ির কদমতলা বাসস্ট্যান্ড পার করে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আসে শিলিগুড়িতে। এতে অংশ নেন দার্জিলিং জেলা কংগ্রেসের শীর্ষ নেতা শংকর মালাকার ও প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর চৌধুরী। শিলিগুড়িতে রাহুল গান্ধীর সভা করা নিভে প্রশাসনিক বাধা আছে।

অসমের মতো পশ্চিমবঙ্গেও রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সমর্থকদের ভিড় উপচে পড়ছে। কোচবিহার থেকে আলিপুরদুয়ার ছুঁয়ে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি-সর্বত্রই কংগ্রেস সুনামি!

দার্জিলিং জেলা কংগ্রেস সূত্রে খবর, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে রাহুল গান্ধী শিলিগুড়ি থেকে আজই উত্তর দিনাজপুরের চোপড়ায় পৌঁছবেন।

সোমবার রাহুল গান্ধী ফের বিহারে ঢুকবেন। উত্তর দিনাজপুরের লাগোয়া বিহারের কিশনগঞ্জ।সোমবার রাহুলের ন্যায় যাত্রা যাবে কিশনগঞ্জে। রাহুলের এই কর্মসূচি ঘিরে কিশনগঞ্জে শুরু হয়েছে বিহার প্রদেশ কাংগ্রেস ও জেলার প্রশাসনিক তৎপরতা। এদিকে বিহারে INDIA মঞ্চ ছেড়ে NDA শিবিরে ফের চলে গেছেন নীতীশ কুমার। তিনি জোটত্যাগ করেই রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে কটাক্ষ করতে শুরু করেছেন।

তাৎপর্যপূর্ণ, নীতীশের জোটত্যাগে নীরব রাহুল গান্ধী। রবিবারই নীতীশ কুমার ও বিজেপির ফের জোট হয়েছে। আবার এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হয়ে বিহারের শাসক হলেন নীতীশ। তাঁকে ধরে রাখতে পশ্চিমবঙ্গ সফর সাময়িক স্থগিত করে রাহুল গান্ধী দ্রুত দিল্লি গেছিলেন। তবে নীতীশকে ফের টেনে নিয়েছে বিজেপি। আর পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল ও কংগ্রেসের মধ্যে চলছে টানাটানি। বারবার কংগ্রেস নেতারা তৃণমূলের কাছে জোটের বার্তা পাঠাচ্ছেন।

শিলিগুড়ি থেকে রাহুল গান্ধীর গাড়ি ঢুকবে উত্তর দিনাজপুরে। প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সি এই জেলারই বাসিন্দা ছিলেন। তাঁর স্ত্রী দীপা দাসমুন্সি কংগ্রেসের নেত্রী। উত্তর দিনাজপুরে কংগ্রেসের শক্তিশালী ভোটব্যাংক আছে।