Kurmi Protest: ‘কাপড় খুলে দেব’ বলে বিপাকে দিলীপ ঘোষ, মেদিনীপুর ঘিরবেন হাজার হাজার কুড়মি

বিপাকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ (Dilip Ghosh) দিলীপ ঘোষ। তাঁর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পুরুলিয়ার (Purulia) বিভিন্ন প্রান্ত থেকে মেদিনীপুর (Medinipur) পর্যন্ত বিক্ষোভ…

বিপাকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ (Dilip Ghosh) দিলীপ ঘোষ। তাঁর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পুরুলিয়ার (Purulia) বিভিন্ন প্রান্ত থেকে মেদিনীপুর (Medinipur) পর্যন্ত বিক্ষোভ মিছিল করছেন কুড়মি সম্প্রদায়।

কুড়মি জাতির প্রতি দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যেকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। রাজ্য বিজেপির তরফে পরিস্থিতি নরম করার চেষ্টা করা হয়, ক্ষমা চাওয়া হয় তবে তাতে চিঁড়ে ভেজেনি। কুড়মি সমাজ বুধবার পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে রেল ও সড়ক পথ ধরে হাজার হাজার কুড়মি পশ্চিম মেদিনীপুর গিয়ে বিক্ষোভ করবেন বলে জানানো হয়েছে।

কুড়মি নেতা সমীর কুমার মাহাতো বলেন, দিলীপ ঘোষ যে কুরুচিকর মন্তব্য করেছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা না চাইলে অর্ধ নগ্ন হয়ে প্রতিবাদ করবেন কুড়মিরা।

উল্লেখ, রবিবার লালগড়ের ধরমপুরে দলীয় সভায় যাওয়ার পথে কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। বিক্ষোভকারীরা জানতে চান, দিলীপ ঘোষ কুড়মি সমাজের জন্য কী করেছেন? খেমাশুলি আন্দোলনের সময় চাল-ডাল পাঠিয়ে কুড়মিদের খাওয়ানোর দাবি করেন দিলীপ। এই বক্তব্যের বিরোধীতা করেন কুড়মিরা। প্রমাণের দাবি জানিয়ে দিলীপ ঘোষকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়। সোমবার দিলীপ ঘোষ বলেন, ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি।