DVC: রাতেই দুর্গাপুর ব্যারেজে জল ঢুকবে, গ্রামবাসীদের সরানোর নির্দেশ দিল নবান্ন

ডিভিসি জল ছাড়ায় বন্যার আশঙ্কা গোটা বাংলায়। প্রথম দফাতেই ১ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি। নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে প্রবল বর্ষণ। পরিস্থিতি সামলাতে পাঞ্চেত, মাইথন ড্যাম…

ডিভিসি জল ছাড়ায় বন্যার আশঙ্কা গোটা বাংলায়। প্রথম দফাতেই ১ লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি। নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে প্রবল বর্ষণ। পরিস্থিতি সামলাতে পাঞ্চেত, মাইথন ড্যাম থেকে জল ছাড়া শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ এখনও ঝাড়খণ্ডেই রয়েছে। তার গতি খুবই ধীর। সহজে দুর্বলও হবে না নিম্নচাপ। ফলে আরও অন্তত ৩-৪ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রশাসন, হল নবান্নে জরুরি বৈঠক। ডিভিসির জলাধারগুলি থেকে আরও জল ছাড়া হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে বাংলার ৭ জেলা ভাসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই সাত জেলার নীচু এলাকা থেকে মানুষজনের সরানোর নির্দেশ দিল নবান্ন।

জানা যাচ্ছে ডিভিসি-র জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া-সহ সাত জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। বৃষ্টির পরিমাণ বাড়লে ডিভিসির জলাধারগুলি থেকে আরও জল ছাড়া হতে পারে। আগের দিনের বৈঠকে ঠিক হয়েছিল যে প্লাবিত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে জেতে হবে। আজকের বৈঠকে ঠিক করা হয়েছে যে আরও জল ছাড়লে কী হতে পারে এবং তার মোকাবিলা কীভাবে করা হবে।

নবান্ন সূত্রে খবর বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে যেমন মাইকিং করতে হবে, ত্রাণ এবং উদ্ধারের ব্যবস্থা করে রাখতে হবে এবং ৫ ঘণ্টা অন্তর জেলাগুলিকে রিপোর্ট দিতে হবে। ত্রাণ সামগ্রীর পর্যাপ্ত মজুত করা ছাড়া অন্যান্য বন্যা-প্রতিরোধী উপকরণ, যেমন বালির ব্যাগ ইত্যাদি ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে মজুত রাখতে বলা হয়েছে। এছাড়া ব্যবস্থা রাখতে হবে উপযুক্ত আলো, ত্রাণ ও উদ্ধার অভিযান। যে এলাকায় অস্বাভাবিকভাবে বেশি বৃষ্টিপাত হবে তা জেলাগুলিকে জানাতে হবে। এছাড়া বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুমের সঙ্গে ২৪ ঘণ্টা তথ্য শেয়ার করতে বলা হয়েছে নবান্নের তরফে।

নিম্নচাপে আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলায়। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বুধবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বুধবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কোনও কোনও জেলায় টানা ৩-৪ দিন ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ফলে ডিভিসি জল ছাড়লে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে নিম্ন দামোদর উপত্যকায়। বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত ঝাড়গ্রাম। ক্রমাগত বাড়ছে ডুলুং নদীর জল। ঝাড়গ্রাম জেলা সদরের সাথে জামবনি ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন। রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে লরি। ওড়িশা-ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা থমকে যাওয়ায় সমস্যায় সাধারণ মানুষ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্ষার শেষে যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়, তাহলে সেটা খারাপ ইঙ্গিত। কারণ নদীগুলিতে এ সময় জল বেশিই থাকে, তারপর ভারী বৃষ্টির জল।

পাঞ্চেতে তেনুঘাট ড্যাম ও মাইথনে তিন্নাইয়া ড্যাম থেকে জল আসে। দুটো জলাধারের জল যখন পড়ছে, স্বাভাবিকভাবেই জলস্তর বাড়ছে। নির্দিষ্ট বহন ক্ষমতা পেরিয়ে গেলেই জল ছাড়া হয়। এতটাই এখন জল জমে রয়েছে, যে প্রথম দফাতেই এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। সব জল আজ রাতেই দুর্গাপুর ব্যারেজে ঢুকবে। ফলে সেখান থেকেও জল ছাড়া বাড়াতে হবে। সার্বিকভাবে এই দুই ড্যামের জল দামোদর হয়ে নীচে নেমে হাওড়া, উদয়নারায়ণপুর হয়ে চলে আসবে। বাংলায় নদী তীরবর্তী বাঁধগুলোর শোচনীয় অবস্থা।