Suvendu Adhikari: সিপিএম থেকে দলবদলে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন বিধায়ক, দাবি শুভেন্দুর

Kanai Mondal joined TMC in exchange of Rs 50 lakh from CPM, claims Suvendu Adhikari

সিপিএম (CPM) থেকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলে (TMC) যোগদান করেছেন নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডল (MLA Kanai Mondal)। মঙ্গলবার সাগরদিঘির সভা থেকে এমনটাই বলতে শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যা অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক কানাই।

কানাই মণ্ডলকে বলব আপনি আমার কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর একটা স্করপিও গাড়ি নিয়েছিলেন৷ আপনি বালি অঞ্চলে গিয়ে বলছেন ভোট দিতে হবে? সিপিএমের মতো কথা? ভদ্রভাবে নির্বাচন করুন৷ চোখ দেখাবেন না। কেষ্ট মণ্ডলও চোখ দেখাতো। চড়াম চড়াম ঢাক বাজাতো৷ নকুলদানা বলত। উন্নয়ন দাঁড়িয়ে আছে বলত। এখন সব চুপসে গেছে। কেষ্ট বাঘ এখন বিড়ালের থেকেও অধম। কানাই কেষ্টর ওপরে নয়। চোর কানাই মণ্ডল সাবধানে থাকবেন৷ আপনাদের ঠিকুজি কুষ্ঠি আমার কাছে আছে।

   

পাল্টা তৃণমূল বিধায়ক বলেন, অসত্য কথা বলছেন শুভেন্দু। গাড়ির কাগজ তাঁর নামেই রয়েছে। নির্বাচন কমিশনের কাছে সমস্ত তথ্য রয়েছে এখন মিথ্যে অভিযোগ করে বেড়াচ্ছে৷ তাহলে ও বিজেতে যোগদানের জন্য কত টাকা নিয়েছে? সেটা তদন্ত হোক।

প্রসঙ্গত, এক সময় কংগ্রেসের গড় ছিল মুর্শিদাবাদ। পরে তৃণমূল একছত্র অধিকাত নেয়। তার শ্রেয় শুভেন্দু অধিকারীকেই দেন কর্মীরা। এখন সাগরদিঘির প্রচারে এসে তৃমমূলের নেতাদের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করে বসছেন শুভেন্দু।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন