১১ এপ্রিল নদিয়ার ধানতলায় (Dhantala) আত্মীয়র বাড়ি থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার (Mysterious death) করা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে। এরপরই শুরু হয় তদন্ত। আর তারপরেই প্রকাশ্যে আসে একটি অডিও ক্লিপ। অভিযোগ উঠেছে সেই অডিও ক্লিপে কথা বলেছেন দুই বিজেপি নেতা।
অভিযোগ করা হয়েছে এই ভাইরাল হওয়া অডিও ক্লিপটিতে উঠে এসেছে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানো কথা। একইসঙ্গে উঠে এসেছে, দুই বিজেপি নেতার নাম। একজন পার্থসারথি চট্টোপাধ্যায় ও মুকুটমণি অধিকারী। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই বর্তমানে বিজেপি-তৃণমূল তরজা তুঙ্গে উঠেছে। প্রশ্ন উঠছে তাহলে আসলে কারা যুক্ত রয়েছে এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে? বিরোধী দলই কি গোটা বিষয়টি ঘটিয়েছে! দোষ চাপাচ্ছে শাসক দলের ওপর?
আর এই নিয়েই সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, এই অডিও ক্লিপটা থেকে পরিষ্কার কিভাবে তৃণমূলের উপর দোষ চাপানো যায় এবং কিভাবে থানার ওপর চাপ বাড়ানো যায় তার পরিকল্পনা করা হচ্ছে। যে অডিও ক্লিপটি সামনে এসেছে তাতে সকলের মুখোশ খুলে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এই রবিবার নদিয়ার ধানতলায় যাওয়ার কথা ছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। কিন্তু তার আগেই প্রকাশ্যে আসে এই অডিও ক্লিপটি। আর এরপরই সফর বাতিল করেন সুকান্ত মজুমদার।