Murshidabad: ডোমকলে মহিলা কংগ্রেস নেত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ

পঞ্চায়েত ভোটে বারবার রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত ও বিস্ফোরণের ঘটনায় আলোচিত ডোমকলে ফের খুনের অভিযোগ। এবার এক মহিলা কংগ্রেস নেত্রীকে খুনের অভিযোগ উঠল। তীব্র উত্তেজনা। অভিযোগ…

congress

পঞ্চায়েত ভোটে বারবার রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত ও বিস্ফোরণের ঘটনায় আলোচিত ডোমকলে ফের খুনের অভিযোগ। এবার এক মহিলা কংগ্রেস নেত্রীকে খুনের অভিযোগ উঠল। তীব্র উত্তেজনা। অভিযোগ ওই মহিলা কংগ্রেস নেত্রীকে খুনের ঘটনায় জড়িত তৃ়ণমূল কংগ্রেস।

ডোমকল সরগরম। এই এলাকায় কংগ্রেস ও সিপিআইএমের সাথে বারবার সংঘর্ষে জড়াচ্ছে তৃণমূল। ডোমকলে নিহত কংগ্রেস নেত্রীর নাম খাতুন বেওয়া। তাঁর বয়স ৬৫ বছর। তিনি ডোমকলের ঘোড়ামারা এলাকার বাসিন্দা। তৃণমূল সমর্থকরা তাকে ঘিরে ঘরে মারধর করে বলে কংগ্রেসের অভিযোগ। জখম খাতুন বেওয়ার মৃত্যু হয়।

   

কংগ্রেসের দাবি, শুক্রবার রাতে আক্রান্ত হয়েছিলেন খাতুন বেওয়া। রবিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে।

স্থানীয় কংগ্রেস নেতারা জানান রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় খাতুন বেওয়াকে।শারীরিক অবস্থার অবনতি হয়। বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।