দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের (TMC)নেতারা। সিবিআই ও ইডি অভিযানের মাঝে বিরোধীদের এমনই অভিযোগে প্রবল চাপে পড়তে হচ্ছে শাসক দলকে। এরই মধ্যে বিধায়ক হুমায়ুন কবিরের (Humayun Kabir) মন্তব্য শাসক দলের অন্দরে আলাদা করে অস্বস্তি বাড়িয়েছে। তিনি বলে বেড়াচ্ছেন তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা বোমা বাঁধার সঙ্গে যুক্ত৷ (Murshidabad) মুর্শিদাবাদের রাজনীতি ছাড়িয়ে রাজ্যে পড়ল শোরগোল।
ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবিরের দাবি, ভরতপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আজহারউদ্দিন সিজার বর্তমানে কোনও পুলিশের সিকিউরিটি পাবেন না। তাই তিনি বোম বেঁধেছিলেন, সালার থানার পুলিশ সেই বোমগুলো উজুনিয়া গ্রাম থেকে উদ্ধার করেছে এবং তদন্ত শুরু করছে। বিধায়কদের মন্তব্যে অস্বস্তি বেড়েছে জেলা তৃণমূলের অন্দরে৷
সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে ব্লক সভাপতি আজহারউদ্দিন সিজারের দ্বন্দ্ব চলছে। গত বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব চলছিল। হুমায়ুনকেই টিকিট দেওয়ায় এখন দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এবার বিধায়ক নিজেই দলীয় নেতার বিরুদ্ধে বোমা বাঁধার অভিযোগ তুলেছেন।
যদিও এবিষয়ে আজহারের তরফে কোনও মন্তব্য মেলেনি। কিন্তু খোদ বিধায়কের বক্তব্য জেলা তথা রাজ্য নেতৃত্বের জন্য তুমুল বিড়ম্বনার কারণ৷ যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জলঘোলা শুরু হয়েছে। বিরোধীদের জন্য এটা আগামী দিনে বিরাট বড় ইস্যু হতে চলেছে।