Murshidabad: রাজ্যপালের কাছে নিহত কংগ্রেস সমর্থক ফুলচাঁদের পরিবার চাইল নিরাপদে ভোটাধিকার

CM Race Heats Up in Karnataka as Congress Weighs Two Heavyweights
CM Race Heats Up in Karnataka as Congress Weighs Two Heavyweights

রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত মুর্শিদাবাদ (murshidabad) সফরে রাজ্যপাল সিভি আন্দন বোস। কলকাতা থেকে বহরমপুর পৌঁছে প্রথমে তিনি যান নবগ্রামে নিহত তৃণমূল কর্মী মোজাম্মেল শেখের বাড়ি। এরপর খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখের বাড়িতে যান রাজ্যপাল।

ফুলচাঁদ একজন পরিযায়ী শ্রমিক ও কংগ্রেস সমর্থক। পঞ্চায়েত ভোট দিতে বাড়ি এসেছিল। মনোনয়ন জমার প্রথম দিনেই তাকে গুলি করে খুন করা হয়। ৯ ই জুন নিহত হয়েছিলেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখ। খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

   

আজ রাজ্যপালকে সামনে পেয়ে বিচার চাইল নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদের পরিবার। তারা জানালেন নিরাপত্তাহীনতার কথা। সিবিআই তদন্তের আর্জি জানান ফুলচাদ শেখের স্ত্রী এসমিনা খাতুন।

ফুলচাঁদ শেখের দাদা বাণি ইসরাইলের দাবি, হুমকি দিচ্ছে তৃণমূল। ভোট দিতে গেলে অশান্তি হবে বলে ভয় দেখাচ্ছে। এদিন পরিবারের সাথে কথা বলেন রাজ্যপাল, দিয়েছেন পাশে থাকার আশ্বাস।

রাজ্যপালের সফরের দিনেই ফের বিস্ফোরণ হয় মুর্শিদাবাদে। বোমা বাঁধার সময় বিস্ফোরণে আঙুল উড়ে যায় দুই কংগ্রেস কর্মীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের ভর্তি করা হয়েছে জঙ্গিপুর হাসপাতালে। জানা গেছে,ফরাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের তোফাপুরের বাসিন্দা আবদুল লতিফ ও আফতারুল শেখ। আবদুল লতিফের দিদি তোফাপুরের কংগ্রেস প্রার্থী।

তিস্তা তীর থেকে রায়মঙ্গলের তীর পর্যন্ত পঞ্চায়েত ভোট আগেও রক্তাক্ত হয়েছে এবারও তার ব্যতিক্রম নয়। গ্রাম বাংলার গরম মেজাজের ভোট। ২০২৩ এর পঞ্চায়েত ভোটে একের পর এক রাজনৈতিক খুন, বোমা হামলা, গ্রাম দখলের রাজনৈতিক সংঘর্ষে সবকটি জেলা উত্তপ্ত।রক্তাক্ত ও অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সরাসরি নির্বাচন কমিশনকেই তুলোধনা করেছেন। তাঁর নিশানায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনের সমালোচনা করছেন রাজ্যপালও বিতর্কে জড়িয়েছেন। কারণ, তিনিই রাজীব সিনহার নামে শিলমোহর দেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন