Murshidabad: ‘তৃণমূল খুন করেছে’ বলছেন কংগ্রেস সমর্থকের আত্মীয়রা, খড়গ্রামে তীব্র উত্তেজনা

murder

আশঙ্কা সত্যি হলো। রক্তাক্ত হয়ে গেল বাংলার পঞ্চায়েত ভোট। নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই খুনের ঘটনা ঘটল। মুর্শিদাবাদের (murshidabad) খড়গ্রামে গুলি করে খুন করা হয়েছে (Congress)  কংগ্রেস সমর্থককে। নিহত ফুলচাঁদ শেখের আত্মীদের রাস্তা আটকে মারধর করা হয় বলে অভিযোগ। সবমিলে পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ।

খড়গ্রামের কংগ্রেস সমর্থক ফুলচাঁদ শেখের দেহ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে নিহত বলে জানান। হাসপাতালেই মৃতের আত্মীয়রা দাবি করেছেন, গ্রামে ঢুকে চার বাইক আরোহী গুলি করে ফুলচাঁদকে। তাস খেলার আসরে হয় খুন। রক্তাক্ত পরিস্থিতি।

   

অভিযোগ, গুলিবিদ্ধ দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আটকানো হয় রাস্তায়। সেখানে ফুলচাঁদ শেখের আত্মীয়দের মারধর করে বাইক আরোহীরা। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

খড়গ্রাম থানার রতনপুর নলদীপ গ্রামের বাসিন্দা ফুলচাঁদ শেখ কেরলে কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। নিহতের আত্মীয়দের দাবি, এলাকার এক তৃণমূল নেতার নির্দেশে খুন হয়েছে। অভিযুক্তের নাম ইমরান। সে টিএমসির নেতা বলে পরিচিত। তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

কী কারণে খুন করা হলো কংগ্রেস সমর্থক ফুলচাঁদকে তা স্পষ্ট নয়। কেরলে কাজের সুবাদে ফুলচাঁদ এলাকার রাজনীতিতে ততটা সক্রিয় ছিলেন না বলেই জানা যাচ্ছে। তবে তিনি সক্রিয় কংগ্রেস সমর্থক বলে জানাচ্ছেন এলাকাবাসী। ফুলচাঁদ শেখকে প্রকাশ্যে গুলি করে খুনের জেরে খড়গ্রামের রতনপুরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

কেরল থেকে গ্রামের বাড়িতে ফিরে শুক্রবার ফুলচাঁদ শেখ কয়েকজনের সাথে তাস খেলছিলেন। সেখানেই তাকে গুলি করা হয়। ফলে প্রশ্ন উঠছে, ফুলচাঁদ শেখ নাকি অন্য কেউ ছিল হামলাকারীদের নিশানা। প্রত্যক্ষদর্শীরা বলছেন পরপর ছয় বার গুলি করা হয় ফুলচাঁদকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন