Transfer News: নিশুকে পেতে কেরালার সঙ্গে বিশেষ চুক্তি মশালবাহিনীর

Transfer News: আগামী মরশুমের জন্য কেরালা ছেড়ে ইস্টবেঙ্গলে (East Bengal FC) আসতে পারেন নিশু কুমার (Nishu Kumar)। সময় যতো এগোচ্ছে সম্ভাবনা ততই জোড়ালো হচ্ছে এবার।…

Nishu Kumar

Transfer News: আগামী মরশুমের জন্য কেরালা ছেড়ে ইস্টবেঙ্গলে (East Bengal FC) আসতে পারেন নিশু কুমার (Nishu Kumar)। সময় যতো এগোচ্ছে সম্ভাবনা ততই জোড়ালো হচ্ছে এবার। শোনা যাচ্ছে, এই তারকা ফুটবলার কে নিতে কেরালা দলের সঙ্গে নাকি বিশেষ চুক্তি সেরে নিতে চাইছে ইমামি ম্যানেজমেন্ট।

গত বছরের স্কোয়াড থেকে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা, নাওরেম মহেশ সিং ও মোবাশির কে আগেই চূড়ান্ত করেছিল দল। তারপরে নতুন করে দল গঠনে হাত দেয় ইস্টবেঙ্গল। এক্ষেত্রে হায়দরাবাদ এফসির তারকা মিডফিল্ডার বোরহা হেরেরাকে নিতে পারে ইস্টবেঙ্গল। অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি, সেন্ট্রাল মিড ও প্রয়োজনে উইংয়ে ও উঠে আসতে পারেন এই স্প্যানিশ তারকা। তাই এমন ফুটবলার দলে থাকলে বাড়তি অক্সিজেন পাবে ইস্টবেঙ্গল।

তবে তিনি একানন। গত মরশুমে হায়দরাবাদে খেলে যাওয়া আরেক তারকা জাভিয়ের সিভেরিও কে ও নাকি চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু জানানো না হলেও মনে করা হচ্ছে আগামী মরশুমের জন্য হয়ত তাকেই দলে রাখতে চাইছে ইমামি ম্যানেজমেন্ট। সেইসাথে বোরহা হেরেরা যুক্ত হলে দলের পারফরম্যান্সে যে বিরাট বদল আসবে তা কিন্তু বলাই চলে। মূলত স্পেনের ইউনিয়ান ভিয়েরার হয়ে হাতেখড়ি হলেও পরবর্তীকালে লাস পালমাস, ও রিয়াল ভালাদোলিদের মতো দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকার।

সেখান থেকে ২০২২-২৩ মরশুমে হায়দরাবাদ। এবার আসতে পারেন লাল-হলুদে। অন্যদিকে দলের রক্ষনভাগের দায়িত্ব সামলানোর জন্য একজন বিদেশি ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছে ইমামি ম্যানেজমেন্ট। এক্ষেত্রে স্লাভকো ডামজানোভিচের নাম একাধিকবার উঠে আসলেও পরবর্তীতে বেঙ্গালুরু এফসিতে নাম লেখান এই তারকা। তারপরে সকলের নজর পড়ে এক অজি ডিফেন্ডারের দিকে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত নন সেই তারকা। এসবের মাঝেই দেশীয় ব্রিগেড কে শক্তিশালী করতে নিশু কুমারকে টানতে চলেছে কলকাতার এই প্রধান। সেইমতো কেরালার সঙ্গে বিশেষ চুক্তিপত্রে নাকি স্বাক্ষর করতে চলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।