Murshidabad: খড়গ্রামের কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় গ্রেফতার ২

পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনেই খুনের ঘটনা ঘটেছে। গুলি করে খুন করা হয় মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামের কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে। এই খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার…

পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনেই খুনের ঘটনা ঘটেছে। গুলি করে খুন করা হয় মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামের কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে। এই খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দলীয় কর্মীকে খুনের প্রতিবাদে শনিবার জেলাজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস।

এই খুনের ঘটনার প্রতিক্রিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন,’আমি আগেই আশঙ্কা করেছিলাম ২০১৮-র মতো এই পঞ্চায়েত নির্বাচনও রক্তাক্ত হতে পারে।’

   

শুক্রবার ছিল পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন। এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি মুর্শিদাবাদে। একাধিক এলাকায় চলে বাম-কংগ্রেসের সাথে তৃণমূলের সংঘর্ষ। আর খড়গ্রামের রতনপুরে হামলায় অভিযুক্ত তৃণমূল। রতনপুর এলাকার কংগ্রেস সমর্থক ফুলচাঁদকে গুলি করে খুন করা হয়।

জেলা কংগ্রেসের অভিযোগ, হার নিশ্চিত জেনেই এই কাজ করেছে তৃণমূল। জেলা তৃণমূলের দাবি, কংগ্রেসই অশান্তি পাকিয়ে গুলি চালিয়েছে। গুলিতে কোভির শেখ নামে এক তৃণমূল কর্মীও আহত হয়েছেন বলে দাবি তাদের।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট। শুক্রবার থেকে শুরু হওয়া মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। ২০ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।