খড়গ্রামে জয়ী প্রার্থীর ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার এক সিভিক। জয়ী কংগ্রেস প্রার্থীর ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় জখম আরও একজন। স্থানীয় সূত্রে খবর কংগ্রেসের টিকিটে জয়ের পর যোগ দেন নিহতের মা। আগেই তিনজন তৃণমূল সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচন কেটে গেলেও মুর্শিদাবাদ (Murshidabad) উত্তপ্ত।
গতকাল খড়গ্রামের রুহিগ্রাম কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের বিজয় মিছিল থেকে আক্রমণ চালানো হয়। সেখানে জয়ী প্রার্থীর ছেলে হুমায়ুন কবির-কে কোপানো হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। সেই ঘটনাতেই নাম জড়ায় এক সিভিক ভলেন্টিয়ারের। ওই সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে।
জানা যাচ্ছে, গতকাল যখন হুমায়ুন কবির-কে কোপানো হয় তখন সেখানে উপস্থিত ছিলেন ওই সিভিক মিজানুর শেখ। কোনোরকম ভাবে সে বাধা দেয়নি। স্থানীয়দের অভিযোগ, প্রত্যক্ষভাবে তাদের মদত দিয়েছিল ওই সিভিক। আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। লিখিত অভিযোগ করা হয় মিজানুর শেখ ও আরও কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে।
গতকালই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আজ সকালে রুহিগ্রামের একটি স্কুল থেকে মিজানুরকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে। উল্লেখ্য, হুমায়ুনের দেহ ময়নাতদন্তের জন্য গতকালই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।