মথুরাপুরে বোর্ড গঠনে আদালতের নির্দেশেও দেখা নেই পুলিশের

আজ বোর্ড গঠন দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট বিরোধী প্রার্থীদের নিরাপত্তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল। নিরাপত্তা দেওয়ার নির্দেশ…

আজ বোর্ড গঠন দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট বিরোধী প্রার্থীদের নিরাপত্তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল। নিরাপত্তা দেওয়ার নির্দেশ আদালত দিলেও এখনও পুলিশের দেখা নেই। পুলিশ না এলে আতঙ্কিত প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের সাহায্য নিয়ে পঞ্চায়েতে বোর্ড গড়তে যাবেন বলে জানা গেছে। ১৫ আসনের এই পঞ্চায়েতে তৃণমূল পেয়েছে ৪টি আসন, বিজেপি ৬ টি , সিপিএম ৩ টি ও সিপিএম সমর্থিত নির্দল ২ টি আসন পেয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এই পঞ্চায়েতের বিরোধী চার প্রার্থীকে কলকাতার পঞ্চসায়র থেকে অপহরণের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। পরে তাদেরকে ফেরানো হলেও আতঙ্কে কখনও স্থানীয় বিজেপি প্রার্থীদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এই পঞ্চায়েতের ১১ জন বিরোধী প্রার্থী। এই মুহূর্তে স্থানীয় খোঁজখিদির গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে রয়েছেন বিরোধী প্রার্থীরা।

   

বিজেপির কমলা মণ্ডলের বক্তব্য, “হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কিন্তু পুলিশ কোনও খোঁজখবরই করছে না। তবুও আমরা যাব অফিসে।” সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী নারায়ণ হালদার বলেন, “গত এক মাস ধরে ঘরবন্দি রয়েছি। আর যারা সন্ত্রাস চালিয়েছিল ভোটের দিন, তারা মুক্ত ঘুরে বেরাচ্ছে।”

এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি বাপি হালদার বলেন, “কোথাও কোনও সন্ত্রাস হয়নি। বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে। আজ বোর্ড গঠন ঠিকভাবে হবে।”