Weather: ছুটির দিনে ৬ জেলায় রেড অ্যালার্ট জারি, বাড়ি থেকে বেরনোর আগে সাবধান

বর্তমান সময়ে সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। কবে এই ভ্যাপসা গরম সরে বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বাংলায় বৃষ্টি নামবে তার অপেক্ষায় দিন গুনছেন সকলে। যদিও আজ…

বর্তমান সময়ে সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। কবে এই ভ্যাপসা গরম সরে বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বাংলায় বৃষ্টি নামবে তার অপেক্ষায় দিন গুনছেন সকলে। যদিও আজ রবিবার ২১ এপ্রিল ছুটির দিন বাংলার আবহাওয়া (Weather) নিয়ে ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আগামী মঙ্গলবার অবধি বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে সিভিয়ার হিট ওয়েভ পরিস্থিতি বজায় থাকবে। আজ একাধিক জেলার ক্ষেত্রে লাল সতর্কতা জারি করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এই তীব্র তাপপ্রবাহের দাপট দেখবে শহর কলকাতাও। ইতিমধ্যে তিলোত্তমার পারদ ৪১ ডিগ্রি পার করেছে। তবে এই তাপমাত্রা আগামী দিনে আরও বাড়বে বৈ কমবে না বলে খবর। আজ রবিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহ নিয়ে রেড অ্যালার্ট জারি করা হল। দুই মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এক কথায় গরমে হাঁসফাঁস করছে সমগ্র বাংলা। এই ব্যাপক গরমে বাড়ছে হিট স্ট্রোকের সম্ভাবনা। যার জেরে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের ঘর থেকে না বেরনোর পরামর্শই দিচ্ছেন আবহাওয়াবিদ থেকে শুরু করে চিকিৎসকরা। এদিকে এই গরম আবহাওয়ার মাঝেই সোমবার থেকে কলকাতা ঘেঁষা একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গেল। সোমবার এবং মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।