Encounter: মোদী-শাহের সফরে আগেই রাজ্যে এনকাউন্টার, খতম মাওবাদী

সাতসকালে ফের একবার মাওবাদী দমনে সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। আজ রবিবার নতুন করে ছত্তিশগড়ে মাওবাদী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়ে একজন…

সাতসকালে ফের একবার মাওবাদী দমনে সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। আজ রবিবার নতুন করে ছত্তিশগড়ে মাওবাদী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়ে একজন নিকেশ (Encounter) হয়।

ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, এদিন ছত্তিশগড়ের বিজাপুর জেলার ভৈরামগড়ের কেশকুটুল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক মাওবাদীকে নিকেশ করা সম্ভব হয়েছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় পুলিশ ও মাওবাদীদের মধ্যে এনকাউন্টার এখনও চলছে। রবিবার সকাল থেকে ভৈরামগড় থানা এলাকায় দু’পক্ষের পক্ষ থেকে প্রচণ্ড গোলাগুলি চলে। এনকাউন্টারে এক মাওবাদী নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

শুধুমাত্র তাই নয়, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। আধিকারিকরা জানিয়েছেন, এনকাউন্টার চলছে। এদিকে গোটা দেশ-সহ ছত্তিশগড়েও একদম নির্বাচনী আবহ তৈরি হয়ে রয়েছে। বস্তার লোকসভা কেন্দ্রের প্রথম দফার ভোটগ্রহণের পর রাজ্যের বাকি ১০টি আসনে ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় এবং ৭ মে তৃতীয় দফায় ভোট হবে। বিজেপি ও কংগ্রেসের প্রচার তুঙ্গে রয়েছে। 

আজ ২১ এপ্রিল সন্ধ্যায় ছত্তিশগড় সফরে রায়পুর পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কুশাভাউ ঠাকরে কমপ্লেক্সে রাজ্য সংগঠনের নেতৃবৃন্দ, ক্লাস্টারের ইনচার্জ, লোকসভার ইনচার্জ, আহ্বায়ক ও সহ-আহ্বায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা, অরুণ সাথ এবং অন্যান্য মন্ত্রীরাও বৈঠকে উপস্থিত থাকবেন।

ছত্তিশগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী তফসিল চূড়ান্ত হয়েছে। মোদী ২৩ শে এপ্রিল শক্তি ও ধামতারিতে জনসভায় ভাষণ দেবেন। ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী সুরগুজা লোকসভার অম্বিকাপুরে বৈঠক করবেন। মনে করা হচ্ছে, ছত্তিশগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রায়পুর যাবেন অমিত শাহ।