বিস্ফোরণে উড়ল ছাদ, ছিন্নভিন্ন তিনটি দেহ, খুনের অভিযোগ পরিবারের

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ৷ মৃত তিন৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে৷ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে মুর্শিদাবাদের খয়েরতলা গ্রাম। তীব্র বিস্ফোরণে ভেঙে পড়ে পাকা বাড়ির ছাদ৷ ধ্বংসস্তূপের…

murshidabad bomb blast

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ৷ মৃত তিন৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে৷ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে মুর্শিদাবাদের খয়েরতলা গ্রাম। তীব্র বিস্ফোরণে ভেঙে পড়ে পাকা বাড়ির ছাদ৷ ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করে আনা হয় তিন জনের ছিন্নভিন্ন দেহ৷ ওই বাড়ির ভিতরেই বোমা বাঁধার কাজ চলছিল বলে প্রথামিক ভাবে পুলিশের অনুমান৷ এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী৷ শুরু হয়েছে তল্লাশি৷ পৌঁছয় বম্ব স্কোয়াড৷ (murshidabad bomb blast three dead)

রাতে বিস্ফোরণ murshidabad bomb blast three dead

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১০টা নাগাদ সাগরপাড়া থানা এলাকার খয়েরতলায় একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গোটা এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের অভিঘাতে হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়ির ছাদ৷ ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ৷ নিহত তিন জন হলেন- মামুন মোল্লা, সাকিরুল সরকার ও মুস্তাকিন সেখ। মুস্তাকিন সেখ মাহাতাব কলোনী এলাকার বাসিন্দা৷ মামুন মোল্লা এবং সাবিরুল সরকারের বাড়ি খয়েরতলায়৷ 

   

গ্রামজুড়ে তল্লাশি  murshidabad bomb blast three dead

রবিবার রাতে মামুন মোল্লার বাড়িতে বলেই চলছিল বোমা বাধার কাজ৷ সেই সময়ই আচমকাই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের৷ রাতেই ঘটনাস্থলে যান ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক রসপ্রীত সিং। এই ঘটনার পরই এলাকাজুড়ে শুরু হয়েছে চিরুনিতল্লাশি৷ গ্রামের ভিতরে আর কোনও জায়গায় বোমা মজুত আছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে। ওই বাড়ির ভিতর বোমার মশলা মজুত থাকতে পারে বলেও সন্দেহ পুলিশের৷ তন্নতন্ন করে তল্লাশি শুরু হয়েছে৷ যদিও মৃতদের পরিবারের সদস্যরা বোমা বাঁধার অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, বিস্ফোরণ ঘটিয়ে তিন জনকে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে৷ 

West Bengal: A bomb blast in Murshidabad’s Khoyertala village killed three people on Sunday night. The explosion caused a house’s roof to collapse, revealing the bodies. Initial reports suggest the victims were assembling bombs inside the house.