শীতের সকালেই ভোটের গরম হাওয়া, আসছে ভুয়ো ভোটার

বিধাননগর, আসানসোল,চন্দননগর ও শিলিগুড়ি পুর নিগমের ভোটদান চলছে। এই ৪ পুরনিগমের ১৯ লক্ষ ৩৬ হাজার ৫৬৪ জন নাগরিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিদ্বন্দিতা করছেন ৯৫৩…

বিধাননগর, আসানসোল,চন্দননগর ও শিলিগুড়ি পুর নিগমের ভোটদান চলছে। এই ৪ পুরনিগমের ১৯ লক্ষ ৩৬ হাজার ৫৬৪ জন নাগরিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিদ্বন্দিতা করছেন ৯৫৩ জন প্রার্থী। রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্বিঘ্ন ও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা আছে বলে দাবি।

Advertisements

তবে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক কেন্দ্রে বাড়ছে উত্তেজনা। বিধাননগরে বিভিন্ন অবৈধ জমায়েতের অভিযোগ BJP প্রার্থীর বিরুদ্ধে।  আবার আক্রান্ত বিজেপি প্রার্থীর বাড়ি।

   

আসানসোলে রাত থেকেই উত্তেজনা চলছে। সকালে ভোট শুরু হতেই ভুয়ো ভোটার নিয়ে সরগরম।

শিলিগুড়িতে বিভিন্ন ওয়ার্ডে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। ক্ষমতার দশ বছর এসেও মমতার অধরা শিলিগুড়িl এই কেন্দ্রে নিয়ে চিন্তায় রয়েছে তৃণমূল কংগ্রেস।

চন্দননগরে ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রগুলি।