Municipal Election: ভাটপাড়ায় রাজনৈতিক জমি হারানো অর্জুন সিংয়ের কঠিন লড়াই

Municipal Election বিজেপি ছাড়বেন নাকি থাকবেন তার উত্তর রবিবার পেয়ে যাবেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রাজনৈতিক মহলের গুঞ্জন ‘বাহুবলী’ এই সাংসদ দলত্যাগ করতে উন্মুখ। কারণ,…

Arjun Singh

Municipal Election
বিজেপি ছাড়বেন নাকি থাকবেন তার উত্তর রবিবার পেয়ে যাবেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রাজনৈতিক মহলের গুঞ্জন ‘বাহুবলী’ এই সাংসদ দলত্যাগ করতে উন্মুখ। কারণ, তিনি নিজ এলাকা উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় অনবরত রাজনৈতিক জমি হারাচ্ছেন।

রবিবার পুরভোটে ভাটপাড়ায় তীব্র রাজনৈতিক সংঘাত সম্ভাবনা। যে কোনও ভোটেই ভাটপাড়া হয় রক্তাক্ত। অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে থাকাকালীন একই ছিল ছবি, তিনি বিজেপিতে আসার পরও একই অবস্থা। তবে সাংসদের দাবি, তৃণমূল কংগ্রেস হামলা চালাবে।

আরও পড়ুন: Municipal Election: ‘হাঁটু আস্ত থাকবে না’ বলা উদয়নকে নিয়ে অ্যাডভান্টেজে TMC

রাজনৈতিক পরিস্থিতি ঘুরে গেছে বিধানসভা উপনির্বাচন ও পুরনিগম ভোটের ফলাফলে। রাজ্যে বিরোধী দল বিজেপি গোষ্ঠীকোন্দল ও ভোটব্যাংক ধসে জর্জরিত। ভাটাপাড়ায় খোদ অর্জুন সিংয়ের এলাকায় বিজেপিতে ভাঙন এত বেশি যে নিজ পরিবারেই টিএমসির লম্বা ছায়া ঢুকেছে। তবে রাজনৈতিক মহলের গুঞ্জন, আত্মীয়দের টিএমসিতে ভিড়িয়ে নিজের পথ খোলা রেখেছেন অর্জুন সিং।

ভাটপাড়া পুরসভায় অর্জুন সিংয়ের মানরক্ষার লড়াই। বিজেপির এই সাংসদের পক্ষে রাজনৈতিক অস্তিত্ব রক্ষারও ভোট। পুরভোটের ফলাফলে অর্জুন সিং নিজে ততটা আশাবাদী নন বলেই ঘনিষ্ঠ মহলে বলেছেন।

রাজ্যে বিজেপির ভোট ধস ও সিপিআইএমের ভোট বাড়ছে। এই নিরিখে পুরভোটের লড়াইয়ে রাজ্য জুড়ে বিরোধী দল বিজেপির অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন অর্জুন সিং।

অর্জুন সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা প্রাক্তন সিপিআইএম সাংসদ তড়িতবরণ তোপদারের। তাঁর নির্দেশ মানেন অর্জুন সিং। রাজনৈতিক অংক এখানেই কঠিন। তৃণমূল কংগ্রেসের এলাকাভিত্তিক নেতাদের দাবি, যতই অর্জুন সিং ঝামেলা পাকাতে আসবেন সেরকমই জবাব পাবেন।