‘ভালো ফল হবে না’, ভোটলুঠের অভিযোগ দিলীপের

চার কেন্দ্রে চলছে ভোট গণনার প্রক্রিয়া। একাধিক ওয়ার্ডে বিপুল ভোটে এগিয়ে গেছে তৃণমূল (TMC)। এদিকে ভোটের ফল কেমন হতে চলেছে তা কিছুটা আন্দাজ করেই দীর্ঘ…

Dilip Ghosh

চার কেন্দ্রে চলছে ভোট গণনার প্রক্রিয়া। একাধিক ওয়ার্ডে বিপুল ভোটে এগিয়ে গেছে তৃণমূল (TMC)। এদিকে ভোটের ফল কেমন হতে চলেছে তা কিছুটা আন্দাজ করেই দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি তথা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেইসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট লুঠের অভিযোগ তুললেন সাংসদ।

তিনি বলেন, ‘চারে চারের পথে তৃণমূল। বিধাননগরে (Bidhannagar) ভোট লুঠ, যা ভেবেছিলাম তেমন ফল হবে না, সল্টলেকে একতরফা অগ্রগতি হচ্ছে তৃণমূলের।’ যদিও তিনি বলেন, ‘বাকি জায়গায় আগের থেকে ভাল ফল করব আমরা।’

সাংসদ আরো জানান, ‘ভোট মিটে যাওয়ার পরেও বিজেপি নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয়। তৃণমূল (TMC) ভেবেছে, ভয় দেখিয়ে জিতে নেবে সব। সব লুটে নেবে। খড়গপুরে বিজেপি নেতা-কর্মীদের চমকাচ্ছে পুলিশ। থানায় ডাকছে যখন তখন, ভয় দেখাচ্ছে, পাড়া ছাড়া করছে।’