সাগরদিঘির নির্বাচনের পর থেকেই হাওয়া ঘুরতে শুরু করেছে রাজ্যজুড়ে৷ শাসকের হাত থেকে ক্ষমতার বদল হচ্ছে৷ তা জানতে পেরে শুক্রবার দলীয় নেতাদের সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভাঙন অব্যহত রইল মুর্শিদাবাদে (Murshidabad)৷ শনিবার সকালে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস দফতরে এসে রঘুনাথগঞ্জ-২ ব্লকের প্রায় দেড় হাজারের বেশি তৃণমূল কর্মী-সমর্থক এবং স্থানীয় নেতারা কংগ্রেসে যোগ দিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা তৃণমূলের জন্য বড় ধাক্কা৷
শনিবার যারা যোগদান করলেন, তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র জয়ন্ত দাস জানিয়েছেন এদিন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকও একই সঙ্গে কংগ্রেসে যোগ দেন। এদিকে শনিবার দুপুরেই খড়গ্রামে এক জনসভায় তৃণমূল থেকে প্রচুর কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন।
যোগদানকারীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান, তৃণমূলের দুর্নীতি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘরের ছেলেরা সব ঘরে ফিরছে। উল্লেখ্য সাগরদীঘি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বিপুল পরাজয়ের পর মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের ভাঙন আরো ত্বরান্বিত হচ্ছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷