Howrah: হাওড়া স্টেশনে লক্ষ লক্ষ টাকা উদ্ধার

হাওড়া স্টেশনে উদ্ধার নগদ প্রায় ৩২ লক্ষ টাকা। স্টেশনের ওল্ড কমপ্লেক্সে আট নম্বর ফ্ল্যাটে বিপুল পরিমাণ টাকার হদিশ। দুই ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয় আরপিএফের। এরপরই চালানো হয় তল্লাশি।

Advertisements

এই ঘটনায় ইতিমধ্যে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পুজোর আগেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়ে তৈরি হয়েছে জল্পনা। গোটা ঘটনার তদন্ত চালানো হচ্ছে।

কলকাতা নাকি হাওড়া কোথায় ঢুকছিল বিপুল টাকা? গঙ্গার দুই তীরের দুই মহানগরীর উৎসবের আলো ঝলমলে ভিড়ের মধ্যে টাকা পাচারের ছক বানচাল করল আরপিএফ।

Advertisements

জানা গেছে ডাউন লক্ষ্মীসরাই এক্সপ্রেস হাওড়া ঢুকতেই দুই যাত্রীকে দেখে সন্দেহ হয় আরপিফের। শুরু হয় তল্লাশি। বেরিয়ে আসে লক্ষ লক্ষ টাকা।এই ঘটনায় ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুজোর আগেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়ে তৈরি হয়েছে জল্পনা। গোটা ঘটনার তদন্ত চালানো হচ্ছে।

আরপিএফ জওয়ানরা ওই দুই ব্যক্তির কাছে ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা পায়। ধৃতদের নাম সুরেন্দ্রপ্রসাদ লাহারাকা (৬৫) ও মুকেশ মণ্ডল (৬৪)। একজনের বাড়ি লক্ষ্মীসরাইয়ে। অপরজনের বাড়ি জামালপুরে। এত টাকা নিয়ে তারা কোথায় যাচ্ছিল তার সদুত্তর পাননি রেল পুলিশ।