Rampurhat Massacre: বাম-বিজেপিকে একযোগে আক্রমণ তৃণমূল বিধায়কের

বিজেপির সঙ্গে নাকি আঁতাত রয়েছে তৃণমূলের। এমনই অভিযোগ করে বামেরা। বিজেমূল তত্ত্ব খাড়া করে চলে প্রচার। এই অবস্থায় পালটা বাম-বিজেপিকে একত্রে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক…

Mla manoranjan byapari

বিজেপির সঙ্গে নাকি আঁতাত রয়েছে তৃণমূলের। এমনই অভিযোগ করে বামেরা। বিজেমূল তত্ত্ব খাড়া করে চলে প্রচার। এই অবস্থায় পালটা বাম-বিজেপিকে একত্রে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি (manoranjan byapari)।

রামপুরহাটের গণহত্যা নিয়ে তোলপাড় সমগ্র দেশ। সকল বিরোধী একযোগে আক্রমণ করছে তৃণমূলকে। যা নিয়ে সরব হতে দেখা গেল এই তৃণমূল বিধায়ককে।

বুধবার রাতের দিকে নিজের ফেসবুকের দেওয়ালে তিনি লি়খেছেন, “যারা গুজরাটে সাড়ে তিন হাজার মানুষের রক্তে হাত রাঙিয়ে ছিল, মায়ের পেট চিরে বাচ্চা বের করে ত্রিশুলে গেথে মিছিল করে ছিল, যারা দিল্লিতে তিন হাজার নিরীহ শিখ মানুষের রক্তে স্নান করেছিল, যারা মরিচ ঝাঁপিতে সাড়ে চার হাজারের বেশি নিম্ন বর্ন মানুষকে বাঘ কুমিরের আহার বানিয়েছিল,18 জন আনন্দ মার্গী অবধুতকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল, আজকে সেই খুনি জল্লাদ দের রামপুরহাট নিয়ে কী কাতর কান্না!সব যেন অহিংস বুদ্ধের বাচ্চা।”

হুগলী জেলার বলাগড় কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জনবাবু। সাহিত্যিক থেকে বিধায়ক হওয়া এই ব্যক্তিকে বিভিন্ন বিতর্ক হয়েছে গত এক বছরে। বইমেলায় তাঁর বিহারী সম্পর্কিত মন্তব্য ঘিরেও অনেক জলঘোলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দুর পছন্দের পান্তা খেতে অভ্যস্ত মনোরঞ্জনবাবু। গলায় গামছাও ঝুলিয়ে রাখেন সর্বদা।