নিয়োগ দুর্নীতিতে ((Recruitment corruption) তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) গ্রেফতার করেছে ইডি। হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষও তিনি। তাঁর গ্রেফতারিতে চরমক বিড়ম্বনায় রাজ্যের শাসক দল৷ শুক্রবার তাঁর গ্রেফতারির পর মুখ খুললেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Bapari)।
বলাগড় থেকে আরও এক নেতা কুন্তলকে আগেই গ্রেফতার করা হয়েছে। শান্তনু তৃণমূলের নেতার পাশাপাশি সরকারি পদাধিকারিও বটে৷ তাই তার গ্রেফতারিতে সরব হয়েছে বিরোধীরা। শান্তনুর বাড়ির সামনে লাড্ডু বিলি করতে দেখা যায় বিজেপি কর্মীদের৷ বিধায়কের কথায়, তাঁর সঙ্গে আগে থেকেই সেভাবে সখ্যতা ছিল না।
তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কথায়, আমার বিধানসভা নির্বাচনের সময় শান্তনু আমাকে বা দলকে কোন সাহায্য করেনি। বরং তিনি শুরুতে এটাই বুঝতে কে কত বড় নেতা৷ পরে জিরাটের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানার কাণ্ড ঘিরে শান্তনুর সঙ্গে তাঁর মতবিরোধ তৈরি হয়।
তবে সমস্ত দায় ঝেড়ে বিধায়ক বলেন, আইন আইনের পথে চলবে। বিচার হবে। অপরাধী প্রমাণিত হলে তাঁর সাজা হবে। তবে এই ঘটনায় একটু তো ধাক্কা লাগছেই। তবে তবে সম্পত্তি কী ছিল বা কী ছিল না তা আমি জানি না। তবে ওর সঙ্গে কোনও কথাবার্তা তেমন ছিল না।