Murshidabad Shootout: মাঝরাতে তৃণমূল কর্মীর বাড়ি ঢুকে গুলি, অল্পের জন্য প্রাণ রক্ষা

বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটল মুর্শিদাবাদের রানিনগরে। মধ্যরাতে হঠাৎ তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পরপর দু রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীর। একেবারে তৃণমূল কর্মীর শোওয়ার ঘরে ঢুকে…

বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটল মুর্শিদাবাদের রানিনগরে। মধ্যরাতে হঠাৎ তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পরপর দু রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীর। একেবারে তৃণমূল কর্মীর শোওয়ার ঘরে ঢুকে গুলি। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Advertisements

জানা যাচ্ছে, গুলিতে আহত হন ওই তৃণমূল কর্মী মনোজ মণ্ডল। একটি গুলি লাগে বুকের কাছে, অপর গুলি পাশ দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে তিনি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল কর্মী মনোজ মণ্ডলের স্ত্রী বিজেপি আশ্রিত দুষ্কৃতীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। অভিযোগ অস্বীকার করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। তারা দাবি করেছেন যে মনোজ আসলে বিজেপিরই লোক।

Advertisements

ঘটনাটি মুর্শিদাবাদের রানিনগর থানার অন্তর্গত বডারপাড়া এলাকার। এই এলাকার বাসিন্দা মনোজ কুমার মণ্ডল। মনোজের স্ত্রী জানিয়েছেন তাঁর স্বামী দীর্ঘদিন ধরেই তৃণমূলের কর্মী। বুধবার রাতে এই ঘটনার পর তিনি আশপাশের লোকজনকে ডাকতে শুরু করেন যা শুনে ছুটে যায় প্রতিবেশীরা বলে জানা যাচ্ছে। কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর খবর পেয়ে মনোজের বাড়িতে গিয়ে মনোজকে উদ্ধার করে পুলিশ। তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। স্ত্রীর দাবি, মনোজ কম্বল ঢেকে ঘুমোচ্ছিলেন, সেই সময় গুলি চালানো হয়।

পুলিশ জানাচ্ছে যে পুরনো বিবাদের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। মনোজ মাছ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় বাসিন্দারা দাবি করেন যে মাছ নিয়েই কিছু লোকজনের সঙ্গে বিবাদ চলছিল, যা বুধবার রাতে চরমে পৌঁছয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

অপর দিকে, এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, মনোজ আসলে বিজেপিই করতেন। ভয় দেখিয়ে পরিবারকে তৃণমূল করার কথা বলানো হচ্ছে বলে অভিযোগ বিজেপির।