‘আনারুলদের গাইড করেছিল আশীষ বন্দ্যোপাধ্যায়’, বিস্ফোরক মিহিলাল

বর্তমানে গোটা বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে রয়েছে বীরভূমের রামপুরহাটের (Rampurhat Massacre) বগটুই হত্যাকাণ্ড নিয়ে। কারণ প্রায় প্রতিদিনই একের পর এক সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই…

বর্তমানে গোটা বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে রয়েছে বীরভূমের রামপুরহাটের (Rampurhat Massacre) বগটুই হত্যাকাণ্ড নিয়ে। কারণ প্রায় প্রতিদিনই একের পর এক সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত ভার গিয়ে পড়েছে সিবিআই (CBI) এর ওপর। কিন্তু তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন মিহিলাল শেখ।

এবার এই হত্যালীলায় নাম জোরালো রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় এর। বগটুই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আনারুলদের গাইড করছে আশীষ বন্দোপাধ্যায়। এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন মিহিলাল শেখ।

তিনি জানিয়েছেন, জেলের মধ্যে সব রকম সুবিধা পাচ্ছে অভিযুক্তরা। এলাহি কারবার রয়েছে, ফুর্তিতে চলছে তাদের দিন। একই সঙ্গে আরও বলা হয়েছে, জেলের মধ্যে রয়েছে এলাহি ব্যবস্থা। বিনা অপরাধে নিহতদের পরিবারের লোকজনকে সেলে রেখেছে বলে অভিযোগ করেছে মিহীলাল। বাড়িতে যে রকম ভাবে সুবিধা পেত ঠিক একইভাবে জেলেও সুবিধা পাচ্ছে। বাড়ির মতই এলাহি ভাবে খাবার পাওয়া যাচ্ছে জেলেও। এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে আশীষ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো।

আশীষ বন্দ্যোপাধ্যায় এই অগ্নিকান্ডের সঙ্গে জড়িত রয়েছে, তিনি এই গোটা ঘটনাটি ঘটিয়েছে। কাউকে যেন না ছাড়া হয়, এমনটাই আর্জি জানিয়েছেন মিহিলাল।

তিনি আরও জানিয়েছেন, ভোটের সময় এসে ভোট চেয়ে গিয়েছে। কিন্তু যখন দুর্ঘটনা ঘটে গেল তখন আশীষ বন্দোপাধ্যায় বা তাঁর কোনও লোক এসে খোঁজ নেয়নি আমাদের। একই সঙ্গে মহিলাল আরও জানিয়েছেন, এতদিন আশিষ বন্দোপাধ্যায় এর জন্য মুখ খুলিনি। কিন্তু আজ মুখ খুলতে বাধ্য হলাম।

মিহিলালের মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন আশীষ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সর্বৈব মিথ্যা কথা। কারোর সঙ্গে দুর্ব্যবহার করিনি। তদন্ত এখনও চলছে। তাই কারোর সঙ্গে আলাদা করে কথা বলিনি। তিনি আরও জানিয়েছেন, এটা তার কল্পনাপ্রসূত কথা। একমাস পর যখন তিনি এই কথাগুলি বলছেন তার মানে কারণ শেখানো বুলি। যে ঘটনার সঙ্গে কোনও ভাবেই আমার কোন যোগ নেই, সেই ঘটনাকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। কোনও দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই।