লোকসভায় তৃণমূলের বর্জন হবে, বিস্ফোরক দাবি সেলিমের

প্রশাসন যদি সাহায্য না করে ব্রিগেডেও নয়, সন্দেশখালিতেও নয়। কোথাও তৃণমূলের গর্জণ হবেনা। তৃণমূলের বর্জন হবে। বিস্ফোরক দাবি সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিমের। রবিবার বাঁকুড়া…

প্রশাসন যদি সাহায্য না করে ব্রিগেডেও নয়, সন্দেশখালিতেও নয়। কোথাও তৃণমূলের গর্জণ হবেনা। তৃণমূলের বর্জন হবে। বিস্ফোরক দাবি সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিমের। রবিবার বাঁকুড়া শহরের স্কুল ডাঙ্গায় দলের জেলা দপ্তর ‘শহীদ ভবনে’ এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।

একই সঙ্গে, আসানসোলে পবন সিং বিজেপির প্রার্থী হতে না চাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি একজন ভোজপুরি শিল্পী, কিন্তু ওনার শিল্পকে মাধ্যম করে যেভাবে বাংলা ও বাঙ্গালী বিদ্বেষী সঙ্গে নারী বিরোধী প্রতিফলন ঘটেছে। বিজেপি-আরএসএস আধুনিক দৃষ্টিভঙ্গী নিয়ে নারীকে দেখেনা, তাঁরা মহিলাদের পণ্য মনে করে। তাই তারা যোগ্য প্রার্থী খুঁজে পেয়েছে। এবার উনি প্রার্থী হবেন কিনা সেটা তাঁর ব্যাপার। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি-তৃণমূল এরাজ্যে ধর্ম নিয়ে ভাগাভাগি করে দিয়েছে। কিন্তু কে তৃণমূল কে বিজেপি বোঝা দায়! আমরা এই ধর্মীয় বিদ্বেষের বিরোধী।

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহত, কর্মসংস্থান নেই , বেকারি বেড়েছে। বিজেপি তৃণমূল উভয় পক্ষের এবিষয়ে কোন উচ্চ বাচ্য নেই। এই পরিস্থিতিতিতে আবেগামিশ্রিত বিষয়কে তারা সামনে আনার চেষ্টা করে।