Purba Bardhaman: ‘যা আছে দে’ বলেই ব্যাংকে ঢুকল লোকগুলো, বর্ধমানে ভয়াবহ ডাকাতি

এমনিতেই করোনা বিধিনিষেধের কারণে ব্যাংকগুলিতে গ্রাহকদের উপস্থিতিতে কড়াকড়ি আছে। তায় আবার মাসের মাঝামাঝি তেমন ভিড় থাকে না। এই সুযোগে হামলা চালাল ডাকাত দল। পূর্ব বর্ধমানের…

এমনিতেই করোনা বিধিনিষেধের কারণে ব্যাংকগুলিতে গ্রাহকদের উপস্থিতিতে কড়াকড়ি আছে। তায় আবার মাসের মাঝামাঝি তেমন ভিড় থাকে না। এই সুযোগে হামলা চালাল ডাকাত দল। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) সদর বর্ধমান শহরের জনবহুল কার্জন গেট এলাকায় হয়ে গেল বিরাট ডাকাতি।

Advertisements

যা আছে দে বলে চার পাঁচজনের দল মুখ বেঁধে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বর্ধমানের পিএনবি ব্যাংক শাসন লুঠ চালিয়েছে। কমপক্ষে তিরিশ লক্ষ টাকা লুঠ করেছে তারা।

Advertisements

বর্ধমান শহরের একেবারে কেন্দ্রে কার্জন গেটের ব্যবসায়িক কেন্দ্র দত্ত সেন্টার। সেখানকার পিএনবি শাখায় ভয়াবহ ডাকাতির জেরে শহর জুড়ে তীব্র চাঞ্চল্য।

মাস্কে মুখ ঢেকে আগ্নেয়াস্ত্র নিয়ে ৫-৬ জন দুষ্কৃতী ব্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ে। কর্মীদের মারধর করে ব্যাগে টাকা ভরে তারা চম্পট দেয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে জেলার প্রশাসনিক বিভাগ হতচকিত। উঠছে নিরাপত্তার গাফিলতি অভিযোগ।

এদিকে ডাকাত দলকে পাকড়াও করতে পূর্ব বর্ধমান জেলার সঙ্গে অন্যান্য সব জেলার সীমানায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ।