Netaji: ‘মুখরক্ষার চেষ্টা’, ইন্ডিয়া গেটে বসছে নেতাজীর বিশাল মূর্তি

আগামী ২৩ জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী। এদলে বাংলার ট্যাবলো বাতিল বিতর্ক নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে রয়েছে। এরই…

আগামী ২৩ জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী। এদলে বাংলার ট্যাবলো বাতিল বিতর্ক নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে রয়েছে। এরই মাঝে নেতাজী সুভাষচন্দ্রকে নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র। বিশিষ্ট মহলের মতে কেন্দ্রের এই সিদ্ধান্ত কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টার রূপ।

কী সেই ঘোষণা? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নেতাজীকে নিয়ে পরপর দুটি টুইট করেন। সেই টুইট অনুযায়ী, ‘এবার ইন্ডিয়া গেটে (India Gate) বসানো হবে নেতাজীর মূর্তি। নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম দিবসে দিল্লির ইন্ডিয়া গেটে গ্রানাইটের তৈরি মুর্তি গড়ার সিদ্ধান্ত নিয়ে সরকার। আগামী ২৩ জানুয়ারি তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজে। যতদিন না মুর্তি তৈরি হচ্ছে ততদিন ওই জায়গায় থাকবে হলোগ্রাম স্ট্যাচু। ভারত নেতাজীর প্রতি কৃতজ্ঞ।’

 

জানা গিয়েছে, দিল্লির অমর জওয়ান জ্যোতি থেকে মাত্র কিছুটা দূরত্বেই এই মূর্তি তৈরি হবে। এদিকে কেন্দ্রের এহেন সিদ্ধান্তের কটাক্ষ করেছে বিরোধীরা। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘মুখরক্ষার জন্য নেতাজিকে সামনে রেখে বাংলাকে বাদ দেওয়া হচ্ছে’। প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াচে ট্যাবলোকে ছাঁটাই করেছে কেন্দ্র। বাংলার ট্যাবলো (Tableau)) বাতিল নিয়ে বিতর্কের ঝড় উঠেছে গোটা দেশজুড়ে। আগামী ২৬ শে জানুয়ারী সাধারণতন্ত্র দিবসের (Republic day) প্যারেড উপলক্ষে বীর সুভাষ ও আজাদ-হিন্দ-ফৌজকে কেন্দ্র করে তৈরি বাংলার ট্যাবলো বাতিল করেছে কেন্দ্রীয় সরকার।

নেতাজিকে নিয়ে তৈরি বাংলার ট্যাবলো বাতিল ঘিরে রাজনৈতিক তরজা যে চরমে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে এই ঘটনায় বাংলা-কেন্দ্র-এর সংঘাত আরও বাড়বে বলে আশঙ্কা করছে বিশিষ্ট মহল।