Asian Games: অরুণাচলবাসী তিন ক্রীড়বিদের চিনে নো এন্ট্রি, সীমান্ত বিতর্কে মন্ত্রীর সফর বাতিল

হ্যাংজুতে শুরু হওয়া 19 তম এশিয়ান গেমসের (Asian Games) জন্য তিন ভারতীয় ক্রীড়াবিদকে ভিসা দিল না চিন সরকার। এই তিন ক্রীড়াবিদ অরুণাচল প্রদেশের বাসিন্দা। তাদের…

হ্যাংজুতে শুরু হওয়া 19 তম এশিয়ান গেমসের (Asian Games) জন্য তিন ভারতীয় ক্রীড়াবিদকে ভিসা দিল না চিন সরকার। এই তিন ক্রীড়াবিদ অরুণাচল প্রদেশের বাসিন্দা। তাদের চিনে প্রবেশে নো এন্ট্রির কারণ হিসেবে উঠে আসছে অরুণাচলের সীমান্ত বিতর্ক। বারবার এ রাজ্যের বিস্তির্ণ এলাকাকে চিন নিজেদের বলে দাবি করে। তবে ভারত এই দাবি উড়িয়ে দেয়। এই সীমান্ত বিতর্কে ভারতের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। সীমান্ত বিতর্কের রেশ ধরে চিন সরকার তিন অরুণাচলী ক্রীড়াবিদকে ভিসা দেয়নি। প্রতিবাদে চিন সফর বাতিল করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

বিদেশ মন্ত্রক বলেছে তিন জনকে বাদ দিলেও দলের বাকি সদস্যরা, যার মধ্যে আরও সাতজন খেলোয়াড় এবং স্টাফ রয়েছেন তারা হংকং থেকে হ্যাংজুতে যাবে। চিনা ভিসা পাননি তিন জন নাইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং। এরা অরুণাচল নিবাসী।

অরুণাচল প্রদেশের তিন উশু খেলোয়াড়ের ভিসার আবেদন নাকচ করে চিন। বিদেশ মন্ত্রক মুখপাত্র অরিন্দম বাগচী বিবৃতিতে জানান, ভারতীয় নাগরিকদের বাসস্থান বিচার করে বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া হবে না। এর পরেই ক্রীড়ামন্ত্রী চিন সফর বাতিল করেন।