HomeWest Bengalসীমান্তে গণধর্ষিতা ভারতীয় মহিলা আশঙ্কাজনক, ধৃত দুই BSF রক্ষী

সীমান্তে গণধর্ষিতা ভারতীয় মহিলা আশঙ্কাজনক, ধৃত দুই BSF রক্ষী

ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিলেন মহিলা

- Advertisement -

ভারত বাংলাদেশ সীমান্তে এক মহিলা গণধর্ষিতা (Rape) বলে অভিযোগ। তাঁর সন্তানকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ। সবমিলে চরম অস্বস্তিতে (BSF) সীমান্তরক্ষী। এই ঘটনা উত্তর ২৪ পরগনার বাগদা এলাকার। ধৃত দুই বিএসএফ রক্ষীকে জেরা করে আরও কয়েকজন রক্ষীর সংযোগ মিলেছে

জানা যাচ্ছে ওই মহিলার স্বামী বাংলাদেশে কাজ করেন। শুক্রবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার আগে তাকে ধরে ফেলে বিএসএফ। ধৃত মহিলার অভিযোগ, তাঁকে পরপর ধর্ষণ করে দুই বিএসএফ রক্ষী। এদিকে অভিযোগের জেরে বাগদায় তীব্র উত্তেজনা। অভিযোগের ভিত্তিতে দুই রক্ষীকে গ্রেফতার করা হয়েছে।

   

তদন্তে উঠে আসছে, ওই মহিলার সন্তানকে আছাড় মারে দুই বিএসএফ রক্ষী। আরও অভিযোগ, সন্তানের সামনেই ধর্ষণ করা হয়। এতে জড়িত আরও কয়েকজন। অভিযোগের ভিত্তিতে ধৃত দুই জওয়ানকে জেরা করা হচ্ছে। বাগদা থানার পুলিশ তদন্তে নেমেছে।বাংলাদেশ সীমান্ত এলাকার গ্রামবাসীদের অভিযোগ, পাহারা দেওয়ার নামে অত্যাচার চালায় বিএসএফ।

গত বছর উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার খড়ের মাঠ সীমান্ত অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে দুই মহিলাকে আটক করেছিল বিএসএফ। অভিযোগ, বিএসএফের হেফাজতে থাকাকালীন এক মহিলাকে ধর্ষণ করা হয়। ধর্ষিতার মহিলার অভিযোগের ভিত্তিতে বিএসএফের এস আই রমেশ্বর কয়ালকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular