Red Volunteers : ওড়িশায় শয়ে শয়ে নিহত, রক্ত জোগাড়ে নামল সিপিআইএমের রেড ভলান্টিয়ার্স

ফের রেড ভলান্টিয়ার্স (Red Volunteers) অভিযান। ওড়িশায় (odisha) ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের রক্ত দিতে নামল সিপিআইএমের (CPIM) স্বেচ্ছাসেবী সংগঠন রেড ভলান্টিয়ার্স। সিপিআইএম রাজ্য সম্পাদক…

Odisha Tragedy: CPIM's Red Volunteers Gather for Blood Collection, Hundreds Reported Dead

ফের রেড ভলান্টিয়ার্স (Red Volunteers) অভিযান। ওড়িশায় (odisha) ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের রক্ত দিতে নামল সিপিআইএমের (CPIM) স্বেচ্ছাসেবী সংগঠন রেড ভলান্টিয়ার্স। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন একথা।

খড়্গপুর থেকে রক্ত জোগাড় করে প্রতিবেশি রাজ্য ওড়িশায় পাঠানো হবে বলেও জানা গিয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি যোগাযোগ রেখে চলেছে ওড়িশার রাজ্য কমিটির সাথে। রেড ভলান্টিয়ার্সের দুই রাজ্য সংগঠনের সদস্যদের দ্রুত রক্ত জোগাড় করতে বলা হয়েছে সিপিআইএমের তরফে।

   

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দিয়েছেন রেড ভলান্টিয়ার্স নম্বর। তিনি লিখেছেন করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় আক্রান্ত মানুষ যারা মেদিনীপুর মেডিকেল কলেজ বা খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি আছেন তাদের রক্ত সহ যে কোন জরুরি প্রয়োজনে RED VOLUNTEER যোগাযোগ নম্বরে ফোন করুন।

red-volunteers1

গত করোনা সংকটকালীন সময়ে রেড ভলান্টিয়ার্সের অবদান ও সাহায্য বিশ্ব জুড়ে বিস্ময় তৈরি করেছিল। এই বাম স্বেচ্ছাসেবকদের অকুতোভয় কর্মকাণ্ড নিয়ে তুমুল চর্চা হয়েছে। ভয়াবহ পরিস্থিতিতে যখন সরকারি পরিষেবা অচল হয়ে পড়েছিল তখন করোনায় মৃতদের নিয়ে যাওয়া, অক্সিজেন ওষুধ খাদ্য জোগাড়ে রেড ভলান্টিয়ার্স ছিল সরকারি পরিষেবার বিকল্প। তারাই এবার ওড়িশায় নামছে রক্তের জোগান নিয়ে।