Bus Accident: চাষের জমিতে ছিটকে পড়ল বাস, আহত কমপক্ষে ৩০ জন

সরু রাস্তা দিয়ে যেতে গিয়ে চাষের জমিতে ছিটকে পড়ল বাস। কোচবিহারের দিনহাটায় আজ বৃহস্পতিবার বড় দুর্ঘটনা (Bus Accident) ঘটে গিয়েছে। দিনহাটায় উল্টে গেল বাস। ঘটনায়…

সরু রাস্তা দিয়ে যেতে গিয়ে চাষের জমিতে ছিটকে পড়ল বাস। কোচবিহারের দিনহাটায় আজ বৃহস্পতিবার বড় দুর্ঘটনা (Bus Accident) ঘটে গিয়েছে। দিনহাটায় উল্টে গেল বাস। ঘটনায় কমপক্ষে ৩০ জন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন বলে খবর। 

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে বিহার থেকে পরিযায়ী শ্রমিক বোঝাই একটি বাস নাগরেরবাড়ি এলাকায় আসছিল। আগামীকাল শুক্রবার যেহেতু ভোট, সেজন্য সকলেই ভোট দিতে বাড়ি ফিরছিলেন। কিন্তু কেউ হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি যে তাঁদের জন্য এক এক ভয়াবহ ঘটনা অপেক্ষা করছে। আজ গোবরাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ফাঁকা জমিতে উল্টে যায়।

বাসে ছিলেন নটকো বাড়ি, চৌধুরীহাট, ধাপরা-সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। এলাকায় কাজ না থাকায় কাজের খোঁজে বিহারে গিয়েছিলেন তাঁরা। বাসটিতে প্রায় ৫০-৬০ জন পরিযায়ী শ্রমিক ছিলেন বলে খবর। এদিকে বাস উল্টে যাওয়ার পর যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলে ইতিমধ্যে এসে হাজির হয়েছে দমকল থেকে শুরু করে স্থানীয় পুলিশ। আহতদের উদ্ধার করে ইতিমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।