আজই অবসর নিচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থ, পরবর্তী মুখ্যসচিব কে?

Manoj Pant retirement successor

কলকাতা: আজই অবসর নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ। তবে তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার বিকেলের পরেই বিষয়টি স্পষ্ট হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর।

উত্তরাধিকারের তালিকায় দুটি নাম

সূত্রের দাবি, সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছেন বিবেক কুমার এবং প্রভাত মিশ্র। অভিজ্ঞতা ও দক্ষতার বিচারে এঁদের নাম উঠে আসছে সামনের সারিতে। যদিও রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যসচিব পন্থের মেয়াদ বৃদ্ধির জন্য দিল্লিতে প্রস্তাব পাঠানো হলেও এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি। অন্যদিকে, মনোজ পন্থ নিজেও আর মেয়াদ বাড়াতে ইচ্ছুক নন বলে জানা গিয়েছে।

   

কীভাবে মুখ্যসচিব হলেন মনোজ পন্থ Manoj Pant Retirement Successor

২০২৪ সালের ৩১ আগস্ট রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেন মনোজ পন্থ। তার আগে ওই পদে ছিলেন ভগবতী প্রসাদ গোপালিকা। গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় অনুমোদন চেয়েছিল রাজ্য, কিন্তু তাতে সায় দেয়নি দিল্লি। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোজ পন্থকে মুখ্যসচিব হিসেবে বেছে নেন।

সেই সময় তিনি অর্থসচিবের দায়িত্বে ছিলেন। পাশাপাশি, সাময়িকভাবে সেচ দফতরের সচিব হিসেবেও তাঁকে নিয়োগ করা হয়েছিল। তবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাঁকে করা হয় মুখ্যসচিব।

 দক্ষ প্রশাসক হিসেবে চিহ্নিত

মনোজ পন্থের সময়কালে রাজ্য একাধিক সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে। তবু প্রশাসনিক দিক থেকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে আরজি কর কাণ্ডে রাজ্যের অস্বস্তিকর অবস্থার সময়, তিনি দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন।

তাছাড়া, ওবিসি সার্টিফিকেট মামলায় রাজ্যের পক্ষে কলকাতা হাইকোর্টে প্রতিনিধিত্ব করেন তিনি। এমনকি ভার্চুয়ালি হাজিরাও দেন আদালতে। তার এই ভূমিকা প্রশাসনে প্রশংসিত হয়েছে।

 এবার কার কাঁধে রাজ্যের প্রশাসনিক ভার?

মনোজ পন্থের বিদায়ের দিনেই জল্পনা তুঙ্গে উঠেছে, কে হতে চলেছেন নতুন মুখ্যসচিব? নবান্ন সূত্রে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল ঘোষণা না এলেও, বিকেলের পরেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন