অনুব্রতকে বিষ দিয়ে মারবে মমতা, বিজেপি বিধায়কের দাবিতে আলোড়ন বাংলায়

অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mandal) বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে দেবে মমতা, চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, বগটুই ঘটনার মাস্টারমাইন্ড…

BJP MLA

অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mandal) বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে দেবে মমতা, চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, বগটুই ঘটনার মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল এখন উডবার্ন ওয়ার্ডে শুয়ে আছে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত কে ওই উডবার্ন ওয়ার্ডে থেকে ফিরতে দেবে না। কারণ, যদি তাঁকে ফিরতে দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত কুকর্ম আছে সব সিবিআই এর কাছে উগরে দিতে হবে।

Advertisements

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক বীরভূম জেলা টিএমসি সভাপতি অনুব্রত কে আক্রমণ করে বলেন, উডবার্নে ভর্তি হয়ে সিবিআই এর হাত থেকে পার পাওয়া যাবে না।

   

তৃণমূল কংগ্রেসের নেতা সভাপতি গোপাল শেঠ বলেন, “উনি বাংলার মানুষের কাছে বিধায়ক হিসেবে আর গ্রহণযোগ্য হবেন না। অনুব্রত মণ্ডল সম্পর্কে কথা বলার উনি কে? সিবিআই এর কাছে বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ। এখানে ওর কথা বলার কোন অধিকার নেই।” তিনি বলেন, “স্বপন নিজেই মাদক মামলায় অভিযুক্ত ছিল। পরবর্তীকালে দল থেকে টাকা পয়সা দিয়ে কোনওমতে ব্যাপারটি মেটানো হয়। ফলে উনি যেসব কথা বলছেন, তার কোনও মানেই