Sangyog Yatra: মালদহে মমতা উপস্থিতিতে তৃণমূলের নবজোয়ার ঘিরে উত্তাল

শুরু থেকেই বিভিন্ন জেলায় গোপন নির্বাচনকে (Sangyog Yatra) কেন্দ্র করে তৃণমূলের অন্দরে ক্ষোভ বেড়েই চলেছিল৷ প্রকাশ্যে ভোট নিয়ে বিবাদে জড়াতে দেখা যাচ্ছিল তৃণমূলের নেতাদের।

Mamata Banerjee's Malda Visit for Sangyog Yatra Sparks Controversy Around TMC's Naba Joyardar

শুরু থেকেই বিভিন্ন জেলায় গোপন নির্বাচনকে (Sangyog Yatra) কেন্দ্র করে তৃণমূলের অন্দরে ক্ষোভ বেড়েই চলেছিল৷ প্রকাশ্যে ভোট নিয়ে বিবাদে জড়াতে দেখা যাচ্ছিল তৃণমূলের নেতাদের। বুধবার মালদহে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপস্থিত৷ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবুও গোপন ব্যালট নিয়ে তৃণমূলের অন্দরেই দ্বন্দ্ব লাগল চাঁচোলে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নবজোয়ার কর্মসূচি সমাবেশের পরেই এদিন ভোটদানে অংশগ্রহণ করেন তৃণমূলের নেতারা৷ কিন্তু গোপন ব্যালট ভোট নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তৃণমূলের নেতারা। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে হচ্ছে না নির্বাচন। নেতাদের পছন্দমতো নাম লেখার কথা জানানো হচ্ছে। এর পরেই ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে। ভোট বয়কট করে চলে যান অনেকেই৷

২৫ তারিখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছে এরই মধ্যে গোঁসানিমারি, সাহেবগঞ্জ, রাজগঞ্জ, রায়গঞ্জ সহ একাধিক জায়গায় গোপনি ব্যালট ভোটকে ঘিরে অশান্তি ছড়ায়। একই খবর বুধবার মেলে মালদহের চাঁচোল থেকে।

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার মালদহ নিয়ে এমনিতেই চিন্তায় তৃণমূল নেতৃত্ব। এই মুহুর্তে মালদহে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তৃণমূলে নবজোয়ারে অংশগ্রহণ করবেন তিনি। যা নিয়ে রাজ্য রাজনীতিতে আলাদা করে উত্তাপ বেড়েছে। তারই মধ্যে নবজোয়ার ঘিরে অশান্তি দলের অস্বস্তি বাড়িয়েছে।