Tableau: ট্যাবলোয় নেতাজি বিতর্কে মোদীকে চিঠি লিখলেন মমতা

প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াচে ট্যাবলোকে ছাঁটাই করেছে কেন্দ্র। বাংলার ট্যাবলো (Tableau)) বাতিল নিয়ে বিতর্কের ঝড় উঠেছে গোটা দেশজুড়ে। আগামী ২৬ শে জানুয়ারী সাধারণতন্ত্র দিবসের (Republic da)…

Tableau: ট্যাবলোয় নেতাজি বিতর্কে মোদীকে চিঠি লিখলেন মমতা

প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াচে ট্যাবলোকে ছাঁটাই করেছে কেন্দ্র। বাংলার ট্যাবলো (Tableau)) বাতিল নিয়ে বিতর্কের ঝড় উঠেছে গোটা দেশজুড়ে।

আগামী ২৬ শে জানুয়ারী সাধারণতন্ত্র দিবসের (Republic da) প্যারেড উপলক্ষে বীর সুভাষ ও আজাদ-হিন্দ-ফৌজকে কেন্দ্র করে তৈরি বাংলার ট্যাবলো বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। আর কেন্দ্রের এই সিদ্ধান্তের পুনর্নিবেচনা করার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Tableau: ট্যাবলোয় নেতাজি বিতর্কে মোদীকে চিঠি লিখলেন মমতা

মমতা লিখেছেন, ‘কেন্দ্রের এরকম সিদ্ধান্তে আমি হতবাক ও ব্যথিত। এই ট্যাবলো কেন বাদ দেওয়া হল তার কারণ ব্যাখ্যা করেনি কেন্দ্র। বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের আচরণে গভীরভাবে ব্যথিত। ট্যাবলো বাদের সিদ্ধান্তে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে বাংলার তৈরি ট্যাবলোকে অনুমতি দেওয়া হোক।’

Tableau: ট্যাবলোয় নেতাজি বিতর্কে মোদীকে চিঠি লিখলেন মমতা

Advertisements

প্রতিরক্ষা মন্ত্রকের (Indian defence) তরফ থেকে সেই প্রস্তাব মৌখিকভাবে নাকচ করা হয়েছে। যদিও রাজ্য জানিয়েছে, সেই মর্মে সরকারিভাবে কোনো চিঠি এখনও অবধি রাজ্য সরকারের কাছে পৌঁছায়নি। আর পরপর এই নিয়ে দুবছর থাকছে না বাংলার ট্যাবলো (Tableau)।

নেতাজিকে নিয়ে তৈরি বাংলার ট্যাবলো বাতিল ঘিরে রাজনৈতিক তরজা যে চরমে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে এই ঘটনায় বাংলা-কেন্দ্র-এর সংঘাত আরও বাড়বে বলে আশঙ্কা করছে বিশিষ্ট মহল।