ISL : কোভিড সংক্রমণের জের, ফের স্থগিত হল আইএসএলের ম্যাচ

ATK মোহনবাগানের এক ফুটবলারেরা কোভিড-১৯ টেস্ট করা হয় এবং ওই টেস্টের ফল পজিটিভ আসতেই তড়িঘড়ি আইএসএলের (ISL) ৫৩ তম ম্যাচ , যা ওডিশা এফসি’র সঙ্গে…

ATK মোহনবাগানের এক ফুটবলারেরা কোভিড-১৯ টেস্ট করা হয় এবং ওই টেস্টের ফল পজিটিভ আসতেই তড়িঘড়ি আইএসএলের (ISL) ৫৩ তম ম্যাচ , যা ওডিশা এফসি’র সঙ্গে হওয়ার কথা ছিল ওই ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৫ জানুয়ারি ATK মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচও স্থগিত করা হয়েছে।

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) কর্তৃপক্ষ টুইট পোস্ট করে আনুষ্ঠানিকভাবে ঘোষণায় জানিয়েছে “৬১ নম্বর ম্যাচটিHeroISL 2021-22-@atkmohunbaganfc এবং @bengalurufc-এর মধ্যে খেলা স্থগিত করা হয়েছেকরোনা ভাইরাস সংক্রমণের জেরে”।

এবার কেরালা ব্লাসার্স বনাম মুম্বই সিটি এফসি ম্যাচও স্থগিত ঘোষণা করা হল। আইএসএলের টুইটার হ্যাণ্ডেলে এই ম্যাচ স্থগিতকরণ নিয়ে পোস্ট করা হয়েছে।

ওই পোস্টের প্রেস বিবৃতিতে বলা হয়েছে,”
@KeralaBlasters এবং @MumbaiCityFC-এর মধ্যে #HeroISL 2021-22-এর 62 নম্বর ম্যাচটি স্থগিত করা হয়েছে”।

বিবৃতিতে আরও বলা হয়েছে,”রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার ছিল এই ম্যাচ৷ লীগ পরবর্তী তারিখে ফিক্সচারটি পুনরায় নির্ধারণ করা হবে।

কেরালা ব্লাস্টার্স এফসির কাছে ম্যাচের জন্য প্রয়োজনীয় সংখ্যক খেলোয়াড় নেই বলে মূল্যায়ন করার পরে লীগের মেডিকেল টিমের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিগ স্কোয়াডের সমস্ত খেলোয়াড় এবং সহায়ক স্টাফ এবং জড়িত অন্যান্যদের নিরীক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে চিকিৎসা বিশেষজ্ঞদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে”।

অসমর্থিত সূত্রে খবর,গত বৃহস্পতিবার ওডিশা ম্যাচের দিনে ৩ টি কোভিড -১৯ পজিটিভ কেস ধরা পড়ার পড়েও ওডিশা এফসি বনাম কেরালা ব্লাসার্স ম্যাচ খেলা হয়েছে। পরের দিন শুক্রবার ম্যাচের ২৪ ঘন্টা আগে এফসি গোয়া দলে ৪ টি নতুন পজিটিভ কোভিড-১৯ রোগী চিহ্নিত হয় এবং ২ জম হোম আইসোলেসনে চলে যায় কোভিড প্রোটকল মেনে। এরপরেও ১৪ জানুয়ারি এফসি গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ হয়েছে।শনিবার ATKMB বনাম BFC ম্যাচ স্থগিত ঘোষিত হয়েছে।এমন আবহে খবর জানা গিয়েছে যে, কেরলা ব্লাসার্স এফসি তিন দিন ধরে প্রশিক্ষণে নামে নি।

প্রসঙ্গত, অতিমারির বিধিনিষেধকে ঠেঙ্গা দেখিয়ে বহাল তবিয়ৎ’এ চলছে ISL।কোভিড -১৯’র নতুন প্রজাতি ওমিক্রনের থাবায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ঘরোয়া ক্রিকেটের ২০২১-২২ মরসুমে রঞ্জি ট্রফি, কর্ণেল সিকে নাইডু ট্রফি এবং সিনিয়র উইমেনস টি২০ লিগ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে,প্রেস বিবৃতি প্রকাশ করে।

অন্যদিকে, ২০২১-২২ মরসুমে আই লিগ কলকাতায় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে লিগ কমিটি সিদ্ধান্ত নেয় ওমিক্রন ভেরিয়েন্টের বাড়বাড়ন্তের কারণে আই লিগ (I-League) সাময়িক ভাবে স্থগিত করার।

কোভিড-১৯’র নতুন প্রজাতি ওমিক্রনের বাড়বাড়ন্তের আবহে ভারতের মাটিতে চলছে ইন্ডিয়ান সুপার লিগ(ISL)। এই টুর্নামেন্টের সংগঠক সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে’র(AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)।টাইটেলশিপে একের পর কোভিড-১৯ পজিটিভ রোগী চিহ্নিত হওয়ার পরেও হেলদোল নেই যৌথ আয়োজক প্রতিষ্ঠানের।

অতিমারির ভয়াল আতঙ্কে যেখানে সংক্রমণের গতি ক্রমেই ওপরের দিকে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে নতুন করে নাইট কাফিউ এবং লকডাউনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জনজীবন স্বাভাবিক ছন্দে এগোতে পারছে না কোভিড-১৯ প্রটোকলের বিধিনিষেধের জন্য। এমন এক বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও দায়িত্বজ্ঞানহীন ভাবে এবং চরম উদাসীনতার পরিচয় রেখে চলেছে AIFF এবং FSDL কর্তৃপক্ষ।