ইউক্রেন ইস্যুতে ফের একবার উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউক্রেনে আটকে থাকা একাধিক ভারতীয় পড়ুয়াকে নিয়ে তিনি চিন্তিত, সেই নিয়ে একের পর এক টুইট করলেন। সেইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রশ্ন ছুঁড়লেন।
মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘প্রত্যেকটা জীবন খুবই মূল্যবান। ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের জন্য খুবই চিন্তিত। পড়ুয়াদের ফেরাতে কেন এত সময় নেওয়া হচ্ছে? কেন আগে ব্যবস্থা নেওয়া হল না? আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক বিমানের ব্যবস্থা করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত পড়ুয়াকে ফিরিয়ে আনা হোক।’
সম্প্রতি ইউক্রেন ইস্যুতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চিঠিতে পাশে থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ‘দেশের মর্যাদা যাতে অক্ষুণ্ন থাকে তা আমাদের নিশ্চিত করতে হবে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সবাই পাশে আছি। যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় ভারতের প্রতিশ্রুতি সম্পর্কে সবাই জানে।’
I am very much worried about the lives of the Indian students held up in Ukraine. Life is very precious. Why is it taking so much time to bring them back? Why was not things done earlier? (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 4, 2022