IND vs SL: দিন শেষে মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া ঋষভের

পাঞ্জাব ক্রিকেট সংস্থার মাঠে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া (IND vs SL)। প্রথম ম্যাচ দু’দলের জন্যই স্মরণীয়। ভারতীয় ক্রিকেট…

IND vs SL: দিন শেষে মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া ঋষভের

পাঞ্জাব ক্রিকেট সংস্থার মাঠে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া (IND vs SL)। প্রথম ম্যাচ দু’দলের জন্যই স্মরণীয়। ভারতীয় ক্রিকেট প্রেমীরা আগামী বেশ কয়েক দিন হয়তো মনে রাখবেন আজকের তারিখ, ৪ মার্চ ২০২২। ব্যবধান গড়ল শুধু চারটে রান। 

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে এদিন অভিষেক হল রোহিত শর্মার (Rohit Sharma)। বড় রান পেলেন না বটে, তবে দিলেন উপভোগ্য মুহুর্ত। প্রায় ১৪৮ কিলোমিটার বেগে দু’টো মারাত্মক বাউন্সারকে পাঠিয়েছেন সীমানার ওপারে। বাউন্ডারি। ওই ওভারেই আবার আউট হয়েছেন (২৯ রান)। ভারত অধিনায়কের উইকেট নিলেন লাহিরু কুমারা। 

   

রোহিত যখন আউট হলেন তখন ভারতের স্কোর ৫২। টিমের ওপর ওপেনার মায়াঙ্ক আগরওয়ালও (Mayank Agarwal) (৩৩ রান) উল্লেখ্যযোগ্য রান পাননি । তবে রোহিত-মায়াঙ্ক জুটি দেখিয়ে দিয়েছিল পাঞ্জাবের এই উইকেটে বড় রান তোলা সম্ভব। 

IND vs SL

এরপর হনুমা বিহারী (Hanuma Bihari), বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ (Rishabh Pant) কিংবা রবীন্দ্র জাদেজা (Rabindra Jadeja) সেই রান করার কাজটাই করতে শুরু করেছিলেন নিপুণভাবে। বিরাটের এটি শততম টেস্ট ম্যাচ। ম্যাচের আগে কোচ রাহুল দ্রাবিড় তাঁর হাতে তুলে দিয়েছেন স্মারক। ক্রিকেটারদের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা। স্বামীর বিশেষ দিনে জড়িয়ে ধরেছিলেন তাঁকে। এই ঘটনায় ক্রিকেট প্রেমীরা দুইভাগে বিভক্ত। কেউ বলছেন ক্রিকেটারদের সঙ্গে অনুষ্কার মাঠে থাকা উচিৎ হয়নি। কেউ-বা দেখছেন একে অন্যের প্রতি ভালোবাসা। 

IND vs SL

যাইহোক, বিতর্কের আঁচ ভারতের ইনিংসে পড়েনি। ৪৫ রান করেছেন বিরাট। দলের স্কোর যখন ১৭০ তখন আউট হন তিনি। রোহিত, আগরওয়াল আগেই ফিরে গিয়েছিলেন সাজঘরে। বিরাটের উল্টো দিকের ক্রিজে ছিলেন হনুমা বিহারী। কোহলির প্রস্থানের কিছু পরে তিনিও আউট। ৫৮ রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। 

৪৬.৩ ওভারে ভারতের রান ১৭৫/৪। অভিজ্ঞ ব্যাটসম্যানরা উইকেট হারিয়েছেন। ক্রিজে এবার ঋষভ পন্থ। সঙ্গে শ্রেয়স আইয়ার (২৭ রান)। আইয়ার উইকেটের একদিকটা ধরে রাখার চেষ্টা করলেন। আর ঋষভ খেললেন নিজের মতো। টেস্ট ম্যাচে ওডিআই কিংবা টি২০ ম্যাচের স্বাদ। মারলেন ৯টা বাউন্ডারি, ৪টে ছয়। ঝড়ের গতিতে করলেন হাফ সেঞ্চুরি। 

আর একটু দেখে খেললে সেঞ্চুরিটা হয়তো হয়ে যেতো। ৯৬ রান করে আউট হলেন তিনি। ৯৭ বলে ৯৬ রান। স্ট্রাইক রেট ৯৮.৯৭। সুরঙ্গা লকমলের বলে বোল্ড হলেন পন্থ।

IND vs SL

প্রথম দিন শেষে ভারতের রান ৩৫৭/৬। ক্রিজে রয়েছেন জাদেজা (৪৫*) এবং রবিচন্দ্রন অশ্বিন (১০*)।