Mamata Banerjee: তৃণমূলের নব জোয়ার যাত্রার মধ্যেই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা

আগামী ৩ তারিখ মালদহ জেলায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪ মে প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Chief Minister Mamata Banerjee addressing the press conference on Ram Navami celebrations

আগামী ৩ তারিখ মালদহ জেলায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪ মে প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ঘটনার পরে মালদহে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ওই বৈঠকে উত্তর দিনাজপুর জেলার আধিকারিকরাও থাকবেন

মনে করা হচ্ছে মালদহ সফরের পর‌ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। ৫ তারিখ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে অত্যন্ত খারাপ ফল করেছিল তৃণমূল কংগ্রেস। তখন ময়দানে নামেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, অভিষেক বন্দোপাধ্যায়। দফায় দফায় উত্তরবঙ্গ সফর করে খানিকটা ক্ষতি মেরামত করতে পেরেছিলেন।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সফর শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার পরোয়া না করে প্রতিদিনই মিশে যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে।

গোটা উত্তরবঙ্গে জমি ধরে রেখেছে কেন্দ্রের শাসক দল। এবার দলীয় অভিযানে এসে গ্রামের প্রত্যন্ত মানুষের সঙ্গে নিবিড় সংযোগের উপর জোর দিচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

তৃণমূলের নব জোয়ার যাত্রায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন অভিষেক। এবার মালদহ সফরে অভিষেকের কর্মসূচিতেও মমতা হাজির হন কিনা, সেটাই এখন দেখার।